এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘বিজেপি একটা অপদার্থ দল, আসানসোলবাসী যোগ্য জবাব দিয়েছে’, অভিমত মমতার

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পরিবর্তন হয়েছে ২০১১ সালে। কিন্তু তারপরেও পরবর্তী দুইটি লোকসভা নির্বাচনে আসানসোলে(Asansol) জয়ের মুখ দেখতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয় বিজেপি(BJP)। গেরুয়া শিবিরের প্রার্থী হয়ে সেই দুই নির্বাচনেই জিতেছিলেন বাবুল সুপ্রিয়। হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে হারার পরে সেই মন্ত্রীত্ব খোয়ান বাবুল। তার কয়েক মাসের মধ্যেই তিনি যোগ দেন তৃণমূলে। ইস্তফা দেন আসানসোলের সাংসদ পদ থেকে। তার জেরে উপনির্বাচন হয় আসানসোল লোকসভা কেন্দ্রে। সেই নির্বাচনেই ৩ লক্ষ ভোটে জেতে তৃণমূল। সেই জয়ের পরে এদিন প্রথম আসানসোলে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। সেই সভা থেকেই এদিন তিনি আসানসোলবাসীকে ওই জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিজেপি একটা অপদার্থ দল। আসানসোলবাসী বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে। বিজেপিকে তাঁরা খামোশ করে দিয়েছেন। তাঁর জন্য আপনাদের ধন্যবাদ।’

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি গোটা পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নের ছবি সকলের কাছে তুলে ধরেন। জেলার উন্নয়নের জন্য রাজ্য সরকার কী কী করছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা অনেক এগিয়ে, বিজেপি তাই হিংসায় জ্বলছে। আর লুচির মতো ফুলছে। দেশে বেকারত্ব ৪০% বেড়েছে। বাংলায় কাজ ৪০% বেড়েছে। দেশে বেকারত্ব বাড়ছে, রাজ্যে কর্মসংস্থান বাড়ছে। কেন্দ্র মানুষের কাছ থেকে চাকরি কেড়ে নিচ্ছে। ত্রিপুরায় কত মানুষের চাকরি চলে গিয়েছে সেটা জানেন! প্রতিবাদ করলেই ইডি, সিবিআই ধরে নিয়ে যায়। এগুলো রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই না। এখন অগ্নিপথ নিয়েও মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি। আসানসোলের মানুষ যোগ্য জবাব দিয়েছেন। রেলে ৮০ হাজার পদ তুলে দেওয়া হয়েছে। চাকরি পাবেন কী করে? বিজেপি মিথ্যা কথা বলছে। ২০২৪-এর ভোটের আগে ললিপপ দেখাচ্ছে। চাকরি নেই। জিনিসপত্রের অস্বাভাবিক দাম। আর এসব কথা বললেই ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার দেশকে বেচে দিচ্ছে। রেলে ৮০ হাজার শূন্যপদ রয়েছে। সেদিকে কোনও নজর নেই কেন্দ্রের। কর্মীর অভাবে প্রতিদিন ধুঁকছে রেল। সেখানে কেন নিয়োগ হচ্ছে না? ৬ মাসের বেশি সময় ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বাংলাকে প্রতিতা ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে।’

এরপরেই মুখ্যমন্ত্রী আসানসোল-দূর্গাপুর এলাকা সহ গোটা পশ্চিম বর্ধমান জেলা ও আশেপাশের জেলাগুলির উন্নয়নের ছবিও তুলে ধরেন। তিনি বলেন, ‘আসানসোলে নতুন জেলা, পুলিশ কমিশনারেট আমরা তৈরি করেছি। মাল্টি স্পেশালিটি হাসপাতাল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করেছি। আগামী দিনে পশ্চিমবঙ্গে বিপুল কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে। রানীগঞ্জ, দুর্গাপুর, পানিহাটিতে তৈরি হবে শিল্প হাব। এ ছাড়াও রাজ্যের একাধিক প্রান্তে বেশ কিছু প্রকল্প চালু হতে চলেছে। ডেউচা পাঁচামিতে প্রচুর কর্মসংস্থান হবে। পানাগড়ে শিল্প তালুকের কাজ হচ্ছে। সেখানে ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রানিগঞ্জে শেল গ্যাস অনুসন্ধান প্রকল্পে ১৫ হাজার কোটি বিনিয়োগ হবে। এতে হাজার হাজার মানুষের চাকরি হবে। দুর্গাপুরেও শেল গ্যাস অনুসন্ধান প্রকল্পে বিনিয়োগ হবে। আগামীদিনে অন্ডাল থেকে আন্তর্জাতিক বিমান ছাড়বে। দুর্গাপুর-পানাগড়-রানিগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। একে কেন্দ্র করে কারখানা, হোটেল তৈরি হবে। আইটি পার্কে কর্মসংস্থান হয়েছে, আরও হবে। দুর্গাপুর-আসানসোলের চেহারাটাই পাল্টে যাবে। বীরভূমের দেউচা-পাঁচামি দেশের বৃহত্তম কয়লাখনি তৈরি হচ্ছে। সেখানে ১ লক্ষ লোকের কাজ হবে। আর পশ্চিম বর্ধমানে যে সব শিল্প কারখানা তৈরি হবে সেখানে আরও কয়েক লক্ষ মানুষ চাকরি পাবে। এইসব শিল্পের জন্য বর্ধমানের দুটি জেলা ছাড়াও আশেপাশের আরও বেশ কিছু জেলা উপকৃত হবে। সেখানকার মানুষের কর্মসংস্থানের পথ খুলে যাবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার দাবি, ‘সম্ভবত জিতে যাবে’, অভিষেকের দাবি, ‘সার্জিক্যাল স্ট্রাইক’

‘বাংলার বাঘ হয়ে থাকব, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব’, গর্জন অভিষেকের

৪২ ডিগ্রিতে ORS মেশানো জল খেয়ে শরীর সতেজ রাখছে হরিণের দল

তদন্তে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে সন্দেশখালিতে হাজির সিবিআই গোয়েন্দারা

‘রায়গঞ্জের সাংসদ জবাব পাবেন দক্ষিণ কলকাতায়’, দেবশ্রীকে আক্রমণ অভিষেকের

তীব্র দাবদাহ থেকে পুলিশ আধিকারিকদের বাঁচাতে হাওড়া সিটি পুলিশের বিশেষ কিট প্রদান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর