17ºc, Mist
Thursday, 2nd February, 2023 3:25 am
নিজস্ব প্রতিনিধি,মালদা: সাইকেল রাখার প্রতিবাদ করায় তারই এক আত্মীয়কে মারধরের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদার মানিকচকের (Manickchak)এনায়েতপুর অঞ্চলের রবিদাস পাড়া এলাকায়।জানা গেছে,আহত ব্যক্তির নাম সামু রবিদাস।আক্রান্ত ব্যক্তির স্ত্রী মিলন রবিদাসের অভিযোগ, ছোটন রবিদাস সহ তার দলবল চুরি করা সাইকেল নিয়ে এসে দীলিপ রবিদাসের বাড়ির ঢোকার মূল রাস্তায় রাখে।
অনেক বার নিষেধ করলেও জোর পর্বক সেখানেই সাইকেল(Cycle) রাখতেন ছোটন রবিদাস বলে অভিযোগ। আরোও অভিযোগ,আক্রোশ বসত দীলিপ রবিদাসের স্ত্রী সনেফা রবি দাসকে ঘরে ঢুকে মারধর করে বেশ কয়েকজন বলে অভিযোগ।সেই সময় খবর পেয়ে তারই এক আত্মীয় সামু রবিদাস ঘটনা জানতে চাইলে, পিছন থেকে লোহার রড(Iran Rad) নিয়ে হামলা করে ছোটন রবিদাস সহ বেশ কয়েকজন বলে অভিযোগ।
ঘটনায় রক্তাক্ত অবস্থায় আক্রান্ত ব্যক্তিকে তড়িঘড়ি মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজনেরা।বর্তমানে গুরুতর আহত মানিকচক গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সামু রবিদাস।এদিকে ঘটনার বিবরন নিয়ে সামু রবি দাসের স্ত্রী মিলন রবিদাস মানিকচক থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।তৎপরতার সাথে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন মানিকচক থানার পুলিশ।মানিকচক এলাকায় প্রায়সই সাইকেল চুটির ঘটনা ঘটছে। সেই চুরি চক্রে কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই চুরি চক্রে রবি দাসকে যারা মারধর করেছিল, তারা যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।