এই মুহূর্তে




শুভেন্দুর গড়ে বিপুল জয় তৃণমূলের,সমবায় ভোটে খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির




নিজস্ব প্রতিনিধি,ময়না: পূর্ব মেদিনীপুর জেলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত ময়না হাড়দুয়াচক সমবায় সমিতির(Harduyachak Samabay Samiti) নির্বাচনে তৃণমূলের জয়জয়কার।পূর্ব মেদিনীপুর জেলার ময়না(Mayna) ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাড়দুয়াচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি র নির্বাচন ছিল রবিবার। সকাল ১০ টা থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছিল ভোটগ্রহণ প্রক্রিয়া। বেলা দুটোর সময় শেষ হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। তারপরে হয় ভোট গণনা। রবিবার বিকেলে জানা যায়, সমবায় নির্বাচনে মোট আসন সংখ্যা ৫৬ টি। তৃণমূল এবং বিজেপি ৫৬ টি আসনেই প্রার্থী দিয়েছিল।

সিপিএম ৯ টি আসনে প্রার্থী দিয়েছিল। ভোট গণনা শেষে জানা যায় খাতা খুলতে পারেনি বিজেপি এবং সিপিএম। সবকটি আসনে বিপুলভাবে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। সবুজ আবির মেখে বিজয় উল্লাসে মেতে উঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃত্বরা। এই জয় মা মাটি মানুষের জয় বলে উৎসর্গ করেন জয়ী তৃণমূল প্রার্থীরা। এই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের কোন অভিযোগ ছিল না। কোন উত্তেজনার সৃষ্টি হয়নি। ভোট কারচুপিও কোন অভিযোগ আসেনি।

স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হয় এবং সব আসনেই জেতে তৃণমূল। অন্যদিকে, নন্দীগ্রাম(Nandigram) এক নম্বর ব্লকের কালীচরণপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ১২টি আসনে জয়লাভ করে বিজেপি। এখানে তৃণমূল কংগ্রেস বারটি আসনে এবং সিপিএম পাঁচটি আসনে নমিনেশন করেছিল।সকাল থেকেই প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বিঘ্নে শেষ হয়েছে নির্বাচন। নির্বাচন শেষে ফলাফল দেখা যায় ১২টি আসনের ১২টিতেই জয়লাভ করে বিজেপি। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

জঙ্গিসন্দেহে মেমারি থেকে ২ জনকে গ্রেফতার করল STF

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ