এই মুহূর্তে




ত্রিকোণ প্রেমের সম্পর্কের জের, গৃহবধূকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে




নিজস্ব প্রতিনিধি ,মেমারি: ত্রিকোণ প্রেমের সম্পর্কের জের।গৃহবধূকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার চাঞ্চল্য এলাকায়।পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার(Memery P.S.) অন্তর্গত মেমারি হাসপাতাল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।আনুমানিক ১৮ বছর আগে ভালোবেসে বিয়ে হয় অনিতাকুন্ডু(Anita Kundu) ও সুমন কুন্ডুর ।সেই ভালোবাসার পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। জানা যায়, স্বামী সুমন কুন্ডুর(Suman Kundu) সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল অন্য এক মহিলার। বিষয়টি জানতে পেরে যান স্ত্রী অনিতা কুন্ডু। এই নিয়েই ঝামেলা হয় দুজনের মধ্যে ।

গত ২৬ শে জুন বৃহস্পতিবার বেধড়ক মারধর করা হয় অনিতা কুন্ডুকে।মৃতার ছেলে সন্দীপ কুন্ডু(Sandip Kundu) জানায় মাকে প্রথমে লাথি, ঘুসি, চড় মারা হয় ।পরে শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়।তড়িঘড়ি আহত অবস্থায় তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলো না। দীর্ঘ এক সপ্তাহেরও বেশি লড়াইয়ের পর শনিবার মৃত্যু হল অনিতা কুন্ডুর।পুরো বিষয়টি নিয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী সুমন কুন্ডু পলাতক।

মৃতার ছেলে আরো জানায় বাবা মাকে মেরেছে তাই বাবার ফাঁসি চাই। পুরো ঘটনার তদন্ত করে দেখছে মেমারি থানার পুলিশ । পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ। পুলিশ ছেলের বয়ান রেকর্ড করেছে। পাড়া-প্রতিবেশীদের বয়ান ও রেকর্ড করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।সকলেই এই ঘটনায় কঠিন শাস্তি দাবী করেছেন পলাতক স্বামীর। এলাকায় উত্তেজনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাই পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হবে হালকা থেকে মাঝারি

গুগলে ৫৪ লক্ষের বেতনে যোগ দিলেন জলপাইগুড়ির শ্রেয়া, গল্প শুনলে চোখে জল আসবে

ব্যাংকে ৪২ লক্ষ টাকা জমা দেওয়ার পর তা চলে গেল অন্য অ্যাকাউন্টে, উদ্ধার করল পুলিশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বনগাঁ থেকে গ্রেফতার যুবক

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ