এই মুহূর্তে




জেলা পুলিশ সুপার বদল হতেই রাসমেলার সময় বৃদ্ধি নিয়ে উদ্যোগী কোচবিহার পুরসভা

নিজস্ব প্রতিনিধি: সদ্য পরিবর্তিত হয়েছেন কোচবিহারের জেলা পুলিশ সুপার। তারপরেই রাসমেলার সময় বৃদ্ধি নিয়ে নতুন করে উদ্যোগী হয়েছে কোচবিহার পুরসভা। ইতিমধ্যেই রাজ্য পুলিশ ও প্রশাসনের বিভিন্ন মহলে নিজেদের দাবির কথা মুখ ফুটে জানিয়েছে পুরকর্মীরা। তবে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এখনও এই বিষয়ে কিছু বলেননি।

৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে কোচবিহারের প্রাচীন রাস মেলা. চলতি বছর ২১৩ তম বর্ষে পদার্পণ করছে রাসমেলা। পুরসভার আবেদন উপেক্ষা করে রাসমেলা ১৫ দিনেরই হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। এদিকে বক্তব্য ছিল এই রাসমেলার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের আবেগ। তাই ১৫ দিনের জায়গায় ২০ দিন ধরে রাসমেলা করতে দিতে হবে। ২০২৪ সালেও এই বিষয়টি নিয়েই পুলিশের সঙ্গে পুরসভার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। যদিও বহু দ্বন্দ্বের পর গত বছর ১৫ দিন ধরেই মেলা অনুষ্ঠিত হয়, প্রকাশ্যে কিছু না বললেও পুরকর্তারা মনে মনে বেশ ক্ষুন্নই হয়েছিলেন। এর মধ্যেই বদলি হয়েছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তার ফলে নতুন করে আশার আলো দেখছে কোচবিহার পুরসভভা।

জানা গিয়েছে, কুড়ি দিনের জন্য মেলা করতে চেয়ে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বিষয়টি রাজ্য পুলিশ এবং প্রশাসনিক মহলে জানিয়েছেন। পুরসভার যুক্তি, বোর্ড মিটিংয়ে কাউন্সিলররা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন মেলা ২০ দিন ধরে হবে। মেলার পরিচালনা করবে কোচবিহার পুরসভা। ব্যবসায়ীরাও চাইছেন মেলা ২০ দিন ধরেই হোক। তাতে তাদের লাভই হবে। কিন্তু পুলিশ প্রশাসন কিছুতেই পুরসভার এই দাবি মানতে রাজি নয়। তাদের বক্তব্য এতদিন ধরে মেলা অনুষ্ঠিত হলে নিরাপত্তা বিঘ্নিত হবে। স্থানীয় বাসিন্দারাও অসুবিধার সম্মুখীন হবেন। পরে তাই ২০ দিনের জায়গায় মেলা কাটছাট করে ১৫ দিন করা হয়। বর্তমান যে পরিস্থিতি তাতে সময়সীমা বাড়ানো হোক, তাই চাইছে কোচবিহার পুরসভা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, কমিশনে অভিযুক্তের শ্বশুর

আইনজীবীর চেম্বারে আইন পড়ুয়ার ঝুলন্ত দেহ, পলাতক অভিযুক্ত

মেয়াদোত্তীর্ণ ভিসা সহ পাক-আফগান-বাংলাদেশী নাগরিকদের খোঁজে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ