এই মুহূর্তে




অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার




নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে লিখিতভাবে স্বেচ্ছা মৃত্যুর(Voluntary Euthanasia) আবেদন জানালেন ৬০ বছরের এক বৃদ্ধা। তার নাম জয়ন্তী দাস(Jayanti Das)। বাড়িতে তার স্বামী পুত্র এবং পুত্রবধূ রয়েছেন। এক মেয়ের বিয়ে হয়ে গেছে। কিন্তু বৃদ্ধার অভিযোগ পুত্র পুত্রবধূ নির্যাতনে তিনি আর বেঁচে থাকতে চাইছেন না। প্রতিদিন অত্যাচারিত হচ্ছেন। তাই তিনি স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাচ্ছেন। কারণ তিনি অত্যাচারিত। তার মনে হয়েছে এই বয়সে এসে তিনি সংসারে আজ বড় ‘ব্রাত্য ‘। তার একান্ত মহকুমা শাসকের(SDO) কাছে আবেদন তিনি শান্তিতে মরতে চান ।তার আবেদন অনুগ্রহ করে মঞ্জুর করুন। ওই বৃদ্ধার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানা (Patharpratima P.S.)এলাকায়। বাড়িতে স্বামী- পুত্র -পুত্রবধু সব রয়েছেন।

একমাত্র মেয়ের বিবাহ হয়ে গিয়েছে। কিন্তু তার অভিযোগ পুত্র পুত্রবধূ এবং সঙ্গে তার স্বামী তার ওপর অত্যাচার করেন। তাই তিনি বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেছেন। কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে স্বেচ্ছামৃত্যুর আবেদন পত্র জমা দিয়ে জয়ন্তী দেবী অভিযোগ করেছেন তার স্বামী ছেলে ও বৌমা দীর্ঘদিন ধরে তার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে। স্বামী ছেলে বৌমা মিলে কখনো কখনো তার পায় শিকল বেঁধে আটকে রাখে। কখনো তাকে মারধর করে। দুবেলা ঠিকমত খেতেও দেয় না। বৃদ্ধার আর অভিযোগ একাধিকবার তিনি পঞ্চায়েত থানায় অভিযোগ জানিয়েছেন। কিন্তু কেউই তার অভিযোগকে সেভাবে গুরুত্ব দেননি। উপরন্ত এই ধরনের অভিযোগ জানানোর পর তার উপর অত্যাচার আরো বেড়েছে। এবার তিনি অত্যাচারে বাড়ি ছেড়ে চলে যান। পরে যখন আবার বাড়ি ফিরতে চেয়েছেন তখন তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। কোনভাবেই সে পালিয়ে এসে তার মেয়ের কাছে আশ্রয় নিয়েছেন।

কিন্তু কতদিন তিনি মেয়ের সংসারে থাকবেন। এক অনিশ্চয়তার ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। তাই তিনি মহাকুমা শাসকের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়ে একটু শান্তিতে চির নিদ্রায় যেতে চাইছেন। বিজ্ঞান এমন আবেদন এবং অভিযোগ প্রসঙ্গে স্বামী পুত্র পুত্রবধূ কেউ মুখ খুলতে চাননি। বৃদ্ধার মেয়ে সুপ্রিয়া দাসের মন্তব্য” মা তার কাছে রয়েছেন। কিন্তু কতদিন কিভাবে দেখবেন তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না। “এই আবেদনের বিষয়টি জানতে পেরেছেন কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মন্ডল। তিনি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অতি দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপেক্ষায় রয়েছেন সকলে এই বৃদ্ধার প্রতি ঘটে যাওয়া এই অত্যাচারের অবসান ঘটাতে প্রশাসন কি পদক্ষেপ নেয় তা দেখার জন্য।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

ইংলিশবাজারে সংঘর্ষে আহত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা, ভাঙচুর দোকানপাট, বাড়িঘর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ