এই মুহূর্তে




বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, SIR নিয়ে অভিযোগ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি : বাংলার সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। বাংলার সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। কালীঘাট থেকে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলায় কথা বলার জন্য বাংলাদেশীদের দাগিয়ে দেওয়া হচ্ছে। এই লড়াই শুধু তৃণমূলের নয়, সকল বাঙালিদের। বিজেপির হার অনিবার্য।

এসআইআর নিয়ে সোচ্চার হয়ে তিনি বলেছেন, বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। সমস্ত টাকা বকেয়া রাখা হচ্ছে। আবার বাংলাকেই ভয় দেখানো হচ্ছে। এসআইআর করার কথা শুনে অনেক মানুষ আতঙ্কে ভুগছে। ৬দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে আত্মঘাতী হওয়ার ঘটনাো রয়েছে। পানীহাটির প্রদীপ কর থেকে ডানকুনির হাসিনা বেগমের মৃত্যু আতঙ্কের কারণে বলে অভিযোগ।

তাঁর হুঁশিয়ারি এসআইআর করে নাম বাদ দিয়েও তৃণমূলের ভোট বাড়বে। যাঁরা বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধেও লড়াই তীব্রতর হবে। মঙ্গলবার কলকাতার রাস্তা মুখ্যমন্ত্রীর সঙ্গে নামবেন তিনিও। এসআইআর নিয়ে প্রতিবাদে মুখর হবে। আগেই জানিয়েছিলেন ১টা বৈধ ভোট বাদ গেলে প্রতিবাদ হবে দিল্লিতে। সেই কথা এদিন আরও একবার বললেন অভিষেক।তিনি আরও বললেন, তৃণমূল থাকতে কারও নাম বাদ যাবে না। আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। সিএএ ক্যাম্পে গিয়ে ফাঁদে পা না দেওয়ার আহ্বান অভিষেকের। বাংলার সমস্ত বকেয়া ফিরিয়ে আনা হবে। মঙ্গলবার থেকে এসআইআর-র কাজ শুরু হবে। ওইদিন তৃণমূলের পক্ষ থেকে হেল্পডেস্কের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে ক্যাম্পও। কোনও সমস্যা হলে তৃণমূল পথে নেমে সমস্যার সমাধান করবে।

এদিন তাঁর কথায় উঠে এসেছে সোনালি খাতুনের নাম। তিনি বলেছেন, সোনালি খাতুনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তিনি কী ভারতীয় নন? তাকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে হাইকোর্টে। কিন্তু কোনও দায়িত্ব নেওয়া হয়নি স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে।কাউকে ভয় না পাওয়ার কথাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকে বয় দেখিয়ে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই জন্য তাঁদের বাংলা বিরোধী বলা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, কমিশনে অভিযুক্তের শ্বশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ