এই মুহূর্তে




স্থায়ী লেভেল ক্রসিংয়ের দাবিতে ফের বিক্ষোভ সোনারপুরে, ব্যাহত ট্রেন চলাচল




নিজস্ব প্রতিনিধি: আবারও নতুন করে উত্তেজনা ছড়াল সোনারপুরে। সোমবার ট্রেন দুর্ঘটনার জেরে উত্তাল হয়ে উঠেছিল সোনারপুর স্টেশন চত্বর। এই ঘটনার দিন দুয়েক পরে আবারও নতুন করে উত্তেজনা ছড়াল সোনারপুরে। বুধবার (১ জুলাই ২০২৫) সকাল থেকে সোনারপুরের রাধাগোবিন্দ পল্লি এলাকায় রেল অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। এখন তাঁদের দাবি, এলাকায় স্থায়ী লেভেল ক্রসিং তৈরি করতে হবে। স্বাভাবিক ভাবেই সকাল সকাল রেল অবরোধের জেরে ক্যানিং শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। কারণ এই সময়টা অফিস টাইম।

উল্লেখ্য, সোমবার (৩০ জুন) রাতে ক্যানিং শাখায় সোনারপুর স্টেশনের কাছে একটি ম্যাটাডোরে র সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। এরপরেই রেলের ফাঁকা জায়গা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল কাজ করতে নামেন রেলকর্মীরা। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। রেলকর্মীদের কাজে বাধা দিয়ে রেললাইন অবরোধ করেন তাঁরা। এই ঘটনায় এলাকার লোকজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মৃত্যু ঝুঁকি নিয়ে রেললাইনে পারাপার করে যাতায়াত করতে হয় তাঁদের। রাজপুর, সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড এবং সোনাপুরের একাধিক পঞ্চায়েতের বাসিন্দা দের রোজকার যাতায়াতের রাস্তা একমাত্র এটাই।

স্কুল-কলেজের পড়ুয়া থেকে অফিসযাত্রী সকলেই রাধাগোবিন্দ পল্লি দিয়ে যাতায়াত করেন। এমনকী এখান দিয়েই রোগীদের অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ রাজপুর, সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড এবং সোনাপুরের একাধিক পঞ্চায়েতের বাসিন্দাদের জন্যে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দারা আরও জানাচ্ছেন যে, এই রাস্তা বন্ধ হয়ে গেলে জনজীবন স্তব্ধ হয়ে যাবে। বিকল্প রাস্তাও এই সমস্যার সমাধান করতে পারবে না। তাই লেভেল ক্রসিং না হলে তাঁরা বিক্ষোভ চালিয়েই যাবেন। বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পুলিশ এবং রেলকর্মীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাই পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হবে হালকা থেকে মাঝারি

গুগলে ৫৪ লক্ষের বেতনে যোগ দিলেন জলপাইগুড়ির শ্রেয়া, গল্প শুনলে চোখে জল আসবে

ব্যাংকে ৪২ লক্ষ টাকা জমা দেওয়ার পর তা চলে গেল অন্য অ্যাকাউন্টে, উদ্ধার করল পুলিশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বনগাঁ থেকে গ্রেফতার যুবক

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ