এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সন্দেশখালির পলাতক টোটো চালক আবু তালেব মোল্লা কি বিদেশী অস্ত্র পাচারের এজেন্ট? উত্তর খুঁজছে সিবিআই

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি আছে সন্দেশখালিতেই । শেখ শাহজাহানের পর আরেক উপন্যাস অস্ত্র ভান্ডার। এ রাজ্য সহ গোটা দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের দিনেই সিবিআই সন্দেশখালিতে হানা দেয় আবু তালেব মোল্লার বাড়িতে। কে এই আবু তালেব মোল্লা(Abu Taleb Molla) ? বছর ৩০,এর যুবক, আদি বাড়ী নেজাট থানার(Nejat P.S.) বাউনিয়া গ্রামে। সন্দেশখালি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই এলাকায় বেশী পরিচিত এই আবু তালেব মোল্লা। সেই সূত্রে সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ার বাসিন্দা তাসমিনা বিবির(Tasmina Bibi) সঙ্গে তার বিবাহ হয়। বিবাহ সূত্রে গত পাঁচ বছর ধরে মল্লিক পাড়ায় তার স্থানীয় ঠিকানা শুরু হতে থাকে। এখান থেকেই টোটো চালাতো রাজবাড়ি থেকে সরবেড়িয়া পর্যন্ত। পাশাপাশি শেখ শাহজাহানের মেছো ভেড়ির কাজ দেখাশুনার সঙ্গে যুক্ত ছিল। শেখ শাহাজাহান ৫৫ দিনের মাথায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই আবু তালেবকে আর এলাকায় দেখা যাচ্ছিল না। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় সভা সমিতি ও কর্মসূচিতে শেখ শাহজাহানের সঙ্গে আবু তালেব মোল্লার বেশ কিছু ছবি প্রায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া ও পার্টি অফিস সংলগ্ন ক্লাবের বাঁধানো ফটো ফ্রেমে। সেই সম্পর্কের জেরেই আবু তালেব মোল্লাকে শেখ শাহজাহানের(Sk.Sahajahan) একদা ডান হাত বলে পরিচিত এই আবু তালেব মোল্লা।

শেখ শাহজাহানের গ্রেফতারের পর থেকে আবু তালেব এর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আদালতের নির্দেশে তদন্ত নিয়েছে সিবিআই(CBI)। সন্দেশখালির সব ঘটনাকে নিয়ে সিবিআই নিজস্ব পোর্টালের সেই অভিযোগ জমা নিতে পারবে। একদিকে তদন্ত, তল্লাশি অন্যদিকে সেই অভিযোগ সত্যতা যাচাই করে দেখছে তদন্তকারীরা। প্রায় ১৫ দিন ধরে চলা সিবিআই আধিকারিকদের তথ্য সংগ্রহের মধ্যেই শুক্রবার সকালে সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ায়(Mallickpara) একদা শাহাজান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই ও সিআরপিএফ জওয়ানরা পৌঁছে যায়। তার বাড়িতে ঢুকে সেখানে তার স্ত্রী তাসমিনা বিবি আরো একজন সদস্য ছিলেন।তাদের জিজ্ঞাসাবাদ করে চলে আসে ।

ঘরে ঢুকে মেঝের নিচে বাঙ্কার থেকে কিছু বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর কিছু শক্তিশালী বোমা, এই দেখে চক্ষু চরক গাছ হয় তদন্তকারী সিবিআই আধিকারিকদের। দ্রুত এন এস জি কে(NSG) খবর দেওয়া হয়। তারপর অত্যাধুনিক রোবটকে কাজে লাগিয়ে ঘর খুলে সেই মজুদ করা বোমার বিস্ফোরকের খোঁজ চালায়। তারপর দীর্ঘ ৪ ঘন্টা পরে সেই বোমা গুলো নিষ্ক্রিয় করা হয়। ইতিমধ্যে আবু তালেবের স্ত্রী তসলিমা বিবিকে আটক করেছে সিবিআই এর আধিকারিকরা ।তাকে জিজ্ঞাসাবাদ করছে । শনিবার সকাল থেকে মল্লিক পাড়ায় তার বাড়ির মুলগেটে তালা মারা। যেখানে ঘরের মেঝে খোড়া হয়েছিল সিমেন্ট বালি দিয়ে সেগুলো আবার ভরাট করে সংস্কার করা হয়েছে। পাশাপাশি বালির বস্তা(Sand Bag) দিয়ে জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে।এখন প্রশ্ন হচ্ছে একজন সাধারণ টোটো চালক সামান্য ভেরি ব্যবসার সঙ্গে যুক্ত সেখানে কিভাবে বিদেশের আগ্নেয়াস্ত্র তার বাড়িতে পাওয়া যাচ্ছে, এটাও তদন্তকারীরা খতিয়ে দেখছে। ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া সন্দেশখালির বিভিন্ন জায়গাতে সোর্স নেটওয়ার্ক মজবুত করছে সিবিআই । তাহলে কি আন্তর্জাতিক অস্ত্র পাচারের সঙ্গে যোগসূত্র আছে আবু তালেবের । সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে।

আবু তালেবের নাগাল পাইনি সিবিআই আধিকারিকরা। শনিবার সকাল থেকে মল্লিকপাড়া এলাকায় আতঙ্কের পরিবেশ। গ্রামবাসীরা বলছেন, তিনি ভালো ছেলে ।তাকে চক্রান্ত করে ফাঁসানো হলো। স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি কোন নেতাকে আবু তালেবের এই বাড়িতে কখনো আসতে দেখেনি। তিনি কোন দিন, তৃণমূলের দলেরও কর্মী নন। এখানে একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ির দূরত্ব প্রায় ৫০ মিটার। তবে রাতের অন্ধকারে কেউ এই বাড়ীতে আসতো কিনা সেটা কারুর জানা নেই। আবু তালেবের খোঁজ পেলেই এই বিদেশী আগ্নেয়াস্ত্র, বোমা মজুদ করা ইত্যাদি সব ঘটনা কেন তা প্রকাশ্যে আসবে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে শেখ শাহজাহানের বেশ কিছু পরিচয় পত্র পাওয়া গেছে আবু তালেব মোল্লার বাড়ি থেকে। কিছু ডিভাইস পাওয়া গেছে। এইসব তথ্য ও গুরুত্বপূর্ণ জিনিসগুলি কেন ওই যুবকের বাড়িতে তার উত্তর খুঁজছে সিবিআই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বহরমপুরে অধীররাজ ঘোচাতে বদ্ধপরিকর তৃণমূল, ভরসা পাঠানবাজি

রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল

দাদা ইউসুফের নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভাই ইরফান

সন্দেশখালিকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

‘পরিসংখ্যানের লড়াই হোক, শ্বেতপত্র প্রকাশ করুন’, মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের

সন্দেশখালিকাণ্ডে রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর