24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:22 am
নিজস্ব প্রতিনিধি,ঝাঁজরা: সমস্ত রকম জাত গোখরোর জন্য বাংলার ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড তৈরি আছে। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে আক্রমণে এই মন্তব্য করলেন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ।ঝাঁজরায় বিজেপির জনসভার ১দিন পরেই সোমবার ছিল তৃণমূলের বিশাল জনসভা। গতকালের জনসভায় যোগ দিয়ে তৃণমূলকে(TMC) আক্রমণ করেছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)।
রবিবার পাল্টা তৃণমূলের জনসভায় যোগ দিয়ে রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করে বলেন, একসময় নকশালে ছিলেন, পরে জ্যোতি বসুকে কাকু বলে বামেদের দলে গিয়েছিলেন, পরে মমতা ব্যানার্জীকে বোন বলেছিলেন। এখন দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীকে(Narendra Modi) বাবা বলছেন। এভাবেই মিঠুন চক্রবর্তীর বার বার দল বদলানোকে কটাক্ষ করেন সায়নী ঘোষ।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন, তৃণমূল পাঁচশ টাকা দেয় লক্ষীর ভান্ডারে । বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে দু হাজার টাকা দেবে। পাল্টা তৃণমূলের রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh) বিজেপিকে আক্রমণ করে বলেন, আগে ২কোটি চাকরি দিন, ১৫ লক্ষ টাকা করে একাউন্টে দিন তারপর দুই হাজার টাকা দেবেন। সায়নী ঘোষকে এও বলতে শোনা যায় একজন দলের রাজ্য সভাপতি এভাবে টাকা নিয়ে মন্তব্য করতে পারেন ,ভাবা যায় না ।এটা হল অত্যন্ত নিচু মানসিকতার পরিচয়।এদিনের ওই জনসভায় উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।গোটা রাজ্যে যেখানে যেখানে বিজেপি জনসভা করবে সেখানেই পাল্টা জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।