এই মুহূর্তে




ভাঙড়ে SIR-NRC আতঙ্কে আত্মহত্যা যুবকের, ঘটনাস্থলে যাচ্ছেন শওকত মোল্লা

নিজস্ব প্রতিনিধি:  ফের SIR-NRC আতঙ্কের বলি।  SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল ভাঙড়। বুধবার সকালে সফিকুল গাজি নামে এক যুবকের দেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা যাচ্ছেন ঘটনাস্থলে। আত্মহত্যা করার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

SIR আতঙ্কে রাজ্যে একের পর এক প্রাণ যাচ্ছে। সফিকুল গাজির পরিবারের দাবি তাঁদের বাড়ির ছেলে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। ভাঙড়ের জয়পুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।  গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সফিকুল উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের কুলটি পঞ্চায়েতের ঘুসিঘাটার বাসিন্দা । সে বিগত কিছু দিন ধরে  ভাঙড়ের জয়পুরে শ্বশুরবাড়িতে থাকছিলেন। সফিকুলের স্ত্রী মদিরা বিবি দাবি করেছেন তাঁর স্বামী বিগত কয়েকদিন ধরেই SIR-NRC নিয়ে আতঙ্কে ছিলেন। কাছে কোনও কাগজপত্র নেই বলেই চিন্তায় ছিলেন তিনি। এই মৃত্যু নিয়ে রাজ্যে  SIR আতঙ্কে মোট ৯ জনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ  সামনে এসেছে।

রাজ্যে SIR জারি হওয়ার পর থেকেই শুরু হয়েছে মৃত্যু মিছিল।  তা নিয়েই ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজপথে প্রতিবাদে নেমেছিলেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের সকল নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করছেন এ রাজ্যে SIR হবে না, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। কিন্তু তারপরেও থামছে না মৃত্যুমিছিল।

নিজস্ব প্রতিনিধি: জোড়াসাঁকোর মঞ্চ থেকে SIR ইস্যুতে মঙ্গলবার বারবার দিল্লির নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, “শেষ SIR বাংলায় হয়েছিল ২০০১ সালের নির্বাচনের পর। ২০০৪ সালে লোকসভার নির্বাচন হয়। সেই লিস্টে নির্বাচন হয়েছিল। পুরো SIR প্রক্রিয়া করতে দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল। এখন যিনি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মোদি বাবু ও অমিত সাহকে সন্তুষ্ট করার জন্য সেই কুর্সি বাবু, আপনার ইতিহাস পাতিহাস হবে। এক জনেরও যদি নাম বাদ যায় বিজেপি সরকার ভেঙে দেব। আমিও অনেক কিছু জানি।” তাঁর আরও সংযোজন, “অভিষেককে বলছে তোর পিসির জন্মের সার্টিফিকেট নিয়ে আয়। ওরা পিসি মাসিকে সম্মান করে না। আমরা তো জন্মেই চলে এসেছি, বাড়িতেই আমাদের জন্ম। কোথা থেকে বার্থ সার্টিফিকেট আসবে। স্কুলে ভর্তির সময় জন্ম তারিখ দেওয়া হয়েছিল। আমি সাত বারের সাংসদ, তিন বারের মুখ্যমন্ত্রী, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও তোমাকে আমাকে কৈফিয়ৎ দিতে হবে আমার ডেট অফ বার্থ নিয়ে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ