এই মুহূর্তে




ভিনরাজ্যে বাড়ি ধসে মৃত্যু বাংলার তিন পরিযায়ী শ্রমিকের




নিজস্ব প্রতিনিধি, মালদ: ফের ভিন রাজ্যে বাংলার তিন শ্রমিকের মৃত্যু। পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সাতসকালে কেরলে বহুতল ধ্বসে পড়ে মৃত্যু হয়েছে ওই তিন জনের। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন রবিউল ইসলাম(১৮), রুবেল শেখ(২২) এবং আলিম শেখ(৩০) নামে তিন যুবক। রবিউল ইসলাম ও রবিউল শেখ মালদার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের যোদ হাজিপাড়া এলাকার বাসিন্দা।

আর একজন মৃত শ্রমিক আলিম শেখের বাড়ি কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা এলাকায়। এরা প্রত্যেকেই কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। রাতে পুরনো একটি বাড়িতে ঘুমোতেন তাঁরা। সেদিনও তেমনটাই হয়েছিল। আচমকা বাড়িটি ধসে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। শুক্রবার রাত দশটায় সময় প্রত্যেকের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছাতেই ওঠে কান্নার রোল। এলাকাবাসী ভাবতেই পারছেন না তিনটে তরতাজা প্রাণ এইভাবে চলে গেল!

দুর্ঘটনায় মৃতদের ফিরিয়ে আনতে খোঁজখবর চালাচ্ছে মালদা জেলা প্রশাসন। কুরবানি ঈদের পর কেরলে কাজ করতে গিয়েছিলেন রবিউল, রুবেল ও আমিন। আর্থিক অনটনের জন্য রুবেল শেখ পড়াশোনা ছেড়েছিলেন। কাজ করে অর্থ উপার্জন করবেন ভেবে গিয়েছিলেন কেরলে। যেদিন এই ঘটনাটি ঘটে সেদিনই শেষ কথা হয়েছিল পরিবারের সঙ্গে।

মৃত প্রত্যেক পরিযায়ী শ্রমিকেরই আর্থিক অবস্থা খুব খারাপ। অর্থনৈতিক অনটন না থাকলে কেউ তো আর ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যান না। এরাও তাই গিয়েছিলেন। ভেবেছিলেন সংসারের হাল ফেরাবেন। কিন্তু তা আর হল কই! তারুণ্যেই ঝরে গেল তিনটি প্রাণ। প্রতিবেশী ,তিন তরুণের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ের দিনই ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু বরের, আনন্দের পরিবেশে শোকের ছায়া

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা, ডুয়ার্সের চা বাগানে চাঞ্চল্য

সকলের নিষেধ অমান্য করে ঘুম, ভোরবেলা ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ