এই মুহূর্তে




শান্তনু সেনকে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দিল তৃণমূল

Courtesy - Facebook




নিজস্ব প্রতিনিধি: আর জি কর-কাণ্ড(R G Kar Incident) নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ(TMC Former MP) তথা মুখপাত্র(Party Spokesperson) শান্তনু সেন(Shantanu Sen) বুধবার দুপুরে সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন, ‘আর জি কর ইস্যুতে কাল পর্যন্ত যা বলার বলেছি। আর কিছু বলব না। মুখপাত্র হিসাবে দলকে ডিফেন্ড করে এসেছি। কিন্তু এ ক্ষেত্রে রয়েছে আমার বিবেকের তাড়না রয়েছে।’ ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বেহালার কর্মসূচি থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দেন, ‘কয়েক জন বলছেন, তাঁরা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন। জেনে রাখুন, আমরা তাঁদের আগেই সরিয়ে(Removed) দিয়েছি। এই চক্রান্তের মধ্যে তাঁদেরও কেউ কেউ ছিল।’ এরপরেই বৃহস্পতিবার বেলার দিকে সামনে চলে এল যে, তৃণমূলের দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তনু সেনকে।

আরও পড়ুন, পুরো হাসপাতাল জ্বালিয়ে রোগীদের পুড়িয়ে মেরে ফেলা ছিল উদ্দেশ্য

আর জি করের অভ্যন্তরে তৃণমূলের গোষ্ঠী বিভাজনের কথা সর্বজনবিদিত। এত দিন অধ্যক্ষের পদে থাকা সন্দীপ ঘোষের সঙ্গে শান্তনুর সম্পর্ক কেমন, তা-ও মোটামুটি রাজনৈতিক মহলের অজানা নয়। সন্দীপের বিরুদ্ধে অভিযোগ উঠতেই শান্তনুর গোষ্ঠীও ময়দানে নেমেছিল। যদিও শান্তনু প্রকাশ্যে এর আগে কিছু বলেননি। শান্তনুর স্ত্রী কাকলি সেন কলকাতা পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর জি করের ‘অব্যস্থা’ নিয়ে শান্তনু এও বলেছিলেন, ‘আমি আর জি করের প্রাক্তনী। আমার মেয়ে সেখানে পড়ে। আর জি করে মেডিকেল এডুকেশন গত কয়েক বছরে রসাতলে গিয়েছে। কয়েক জনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়। উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়।’ এখন তৃণমূলের প্রথম সারির নেতাদের বক্তব্য, গতকাল মমতা বেহালা থেকে দলের মুখপাত্রদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তার লক্ষ্য ছিলেন শান্তনুই। যদিও মমতা কারও নাম করেননি। এদিন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, দল মনে করেছে তাই শান্তনুকে সরিয়ে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন, আর জি কর যেন যুদ্ধের ময়দান, তাণ্ডবে কার্যত ধ্বংস জরুরি বিভাগ

জয়প্রকাশ মজুমদার এদিন জানিয়েছেন, ‘তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা রয়েছে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে। আর জি করের যে ঘটনা চলছে, সেটা শুরু হওয়ার পরপরই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা আপনাদের গতকালই মুখ্যমন্ত্রী বেহালার মিটিং থেকে জানিয়েছেন অনেকটাই। কিন্তু আজ আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য। গত কয়েকদিনে মিডিয়ার সামনে উনি যে বক্তব্য তুলে ধরেছিলেন সেই বক্তব্য ওনার নিজের। দল সমর্থন করে না।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বড়নগর গ্রাম

‘চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি’, বার্তা মমতার

পশ্চিম মেদিনীপুরে জলবন্দি ৬৪ জন গর্ভবতী মহিলাকে উদ্ধার

‘DVC-র জলে কেন বাংলা ডুববে, আমরা জানতে চাই, কৈফিয়ত চাই’, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

‘৫ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে, এটা Man Made Flood’ বার্তা মমতার

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় Review Petition’র পথে SSC

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর