এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কাঁথিতে অস্তাচলে অধিকারীরাজ! হারলেন বিজেপির বিধায়কও

নিজস্ব প্রতিনিধি: সারা রাজ্যের নজর ছিল এই শহরের দিকে। কেননা এই শহরেই বাস অধিকারী পরিবারের। বিগত ৩১ বছর ধরে এই পুরসভা ছিল অধিকারী পরিবারের দখলে বা নিয়ন্ত্রণে। এবারেও তাঁরা চেষ্টা করেছিলেন আপ্রাণ ভাবে এই পুরসভা নিজেদের দখলে রাখতে। কিন্তু তাঁরা ধাক্কাই খেয়েছেন বিজেপির দিক থেকে। কাঁথির(Contai) পুরসভা নির্বাচনে অধিকারী পরিবারের কাউকেই এবারে প্রার্থী করেনি পদ্মশিবির। ৩৬ বছর পর এবারে কাঁথির পুরনির্বাচন ছিল অধিকারী পরিবারের প্রতিনিধিত্বহীণ। ধাক্কা তাঁরা খেলেন বুধবারও, শহরের আমজনতার কাছে। কাঁথির পুরনির্বাচনের ফলাফল বলে দিচ্ছে, সেখানে শুধু অধিকারীরা ধাক্কা খাচ্ছেন তাই নয়, হেরে গিয়েছেন বিজেপির বিধায়কও। অধিকারীদের বাস যে ১৫ নম্বর ওয়ার্ডে সেখানেও গোহারান হেরেছে বিজেপি(BJP)।

কার্যত গোটা পূর্ব মেদিনীপুর হয়ে উঠেছিল অধিকারীদের খাসতালুক। জেলায় তাঁরাই হয়ে উঠেছিলেন শেষ কথা। জেলার হর্তা কর্তা বিধাতা। কিন্তু সেই ছবিটাই বদলাতে শুরু করে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) তৃণমূল ছাড়ার পর থেকেই। শুভেন্দুর জন্যই ক্রমশ অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তৃণমূলের। অধিকারীরাও কেউ প্রকাশ্যে আবার কেউ ঘরের ভেতর থেকে বিজেপিকে মদত দিতে শুরু করেন। কিন্তু তাঁরা প্রথম ধাক্কা খান একুশের বিধানসভা নির্বাচনে। জেলার ১৬টি আসনের মধ্যে ৯টিতেই জয়ী হয় তৃণমূল(TMC)। বিজেপি জেতে ৭টি আসনে। তার মধ্যে কাঁথির ২টি বিধানসভা কেন্দ্রও। কার্যত সেই ফলাফলের পর থেকেই জেলার নিয়ন্ত্রণ ক্রমশ হারতে শুরু করেন অধিকারীরা। আশা ছিল কাঁথি পুরসভা হয়তো তাঁদের দখলে থাকবে। কিন্তু সেখানেও ধাক্কা। এক তো বিজেপি তাঁদের কাউকেই প্রার্থী করেনি, উল্টে এদিন বিজেপি কাঁথিতে গোহারা হেরেছে। সেখানে ১০ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিংহ। কিন্তু তিনি সেখানে হেরেছেন ৭৭ ভোটে। আর সেটাও তৃণমূলের প্রার্থীর কাছে। ফলাফল বলছে কাঁথির ১৭টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। ৩টি ওয়ার্ডে জিতেছে বিজেপি। একটিতে এগিয়ে নির্দল।

বিজেপি যাতে কাঁথিতে জেতে তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী(Sishir Adhikari), সৌম্যেন্দু অধিকারীরা। শুভেন্দু নিজে সেখানে বার বার প্রচারে গিয়েছেন। পড়েছেন বার বার তৃণমূলের বিক্ষোভের মুখে। এমনকি তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তৃণমূলের প্রার্থী ও কর্মীদের মারধর করার। এইসব ছবিই বলে দিচ্ছে কাঁথির লড়াই এবার খুবই কঠিন হতে চলেছে। বাস্তবে সেটাও দেখা যাচ্ছে। কাঁথিতে চূড়ান্ত ভাবে প্রত্যাখন হল বিজেপি, প্রত্যাখান হল অধিকারী পরিবার। এই জয়ের পরে এদিন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, ‘এই জয় গণতন্ত্রের জয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন, উন্নয়নের ওপর আস্থা রেখেছেন, তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখেছেন। একটি পরিবার এই পুরসভায় যে পাহাড়প্রমাণ দুর্নীতি করেছিল তাঁদের যোগ্য জবাব দিয়েছেন কাঁথির মানুষ। আর বিজেপি ৩টে আসন জিতেছে এটা ভাল। কেননা বিরোধীশূণ্য হয়ে যাওয়া ভাল নয়। বিরোধীরা থাকলে ভালো উন্নয়ন হয়।’ কার্যত কাঁথির এই ফল বলে দিচ্ছে অধিকারীরা এখন চূড়ান্ত ভাবে কোনঠাসা হয়ে গেলেন নিজেদের শহরেই। সেই সঙ্গে প্রশ্নের মুখে পড়ে গেল শুভেন্দুর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা, প্রশ্নের মুখে পড়ে গেল অধিকারীদের তৃণমূল বিরোধীতা, প্রশ্নের মুখে পড়ে গেল অধিকারীদের রাজনৈতিক ভবিষ্যতও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বোলপুরে যুবকের সঙ্গে প্রণয়ের জের, গৃহবধূর মাথার চুল কেটে ঘরছাড়া করলেন গ্রামবাসীরা

‘২০০টা আসনও পাবে না বিজেপি, সব সমীক্ষা ভুয়ো’, দাবি মমতার

‘বুথের বাইরে কেন অশান্তি?’, মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন ডেপুটি নির্বাচন কমিশনারের

‘মানুষ আছে দিদির পাশে’, ভোট দিয়ে বেরিয়েই জানালেন নির্মল

তাজ্জব ঘটনা! দিব্যি বেঁচে, তবে ভোট কেন্দ্রে হাজির হয়ে শুনলেন তিনি মৃত

কোচবিহারের একাধিক জায়গায় বিজেপি-তৃণমূলের সংঘর্ষ, আধা সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর