এই মুহূর্তে




রাস্তার দাবিতে থানার আইসিকে কাদা পথে হাঁটালেন গ্রামবাসীরা, ধুন্ধুমার কাণ্ড মালদায়




নিজস্ব প্রতিনিধি: চোর ধরতে নয়, রাস্তা তৈরি দাবিতে গ্রামবাসীদের অবরোধ তুলতে খালি পায়ে কাঁদা রাস্তা দিয়ে হাঁটলেন থানার আইসি। ধুন্ধুমার কাণ্ড মালদার গাজোল ব্লকের রানিগঞ্জ এলাকায়। জানা গেছে, বহুদিন ধরেই মালদার গাজোল ব্লকের রানিগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের রাস্তার বেহাল দশা। প্রতিবছর বৃষ্টিতে রাস্তা আরও খারাপ হয়ে যায়। এই সময়ে পথ চলাচল করতে রীতিমতো দুষ্কর হয়ে পড়ে গ্রামবাসীদের। কাদা পথের কারণে বর্ষায় সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রী দের পথচলাচল করে খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। গ্রাম বাসীদের দাবি, একাধিকবার গ্রামের প্রশাসনকে বলেও কোনও লাভ হয়নি। শুধুমাত্র ভোটের সময়ে তাঁদের এই অঞ্চলে দেখা যায়। এতবার অনুরোধ করার পরেও কোনও কাজ হয়নি। তাই অবশেষে নতুন রাস্তা তৈরির দাবিতে বৃহস্পতিবার মালদার গাজোল ব্লকের রানিগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে গাজল ও বামন গোলা রাজ্য সড়ক অবরোধ করেছে গ্রামবাসীরা। সেই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন খোদ ছাত্র-ছাত্রীরাও।

তাঁদের দাবি, গাজলের কৃষ্ণপুর দোহিল পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। মেরামতের কোনও বালাই নেই। বর্ষার সময়ে আরও খারাপ হয় রাস্তা।  সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তাঁরা এবার প্রতিবাদে নেমেছে। আর জাতীয় সড়ক অবরোধ করা মানেই যানজটের সৃষ্টি। তাই খবর পেয়ে এলাকায় যায় গাজোল থানার পুলিশ। শেষমেশ গাজল থানার পুলিশ তাঁদের রাস্তা তৈরির আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। কিন্তু তাঁরা শর্তসাপেক্ষে গাজল থানার আইসি আশীষ কুন্ডু-সহ পুলিশ কর্মীদের সেই কাদামাখা রাস্তায় খালি পায়ে হাঁটিয়ে অবরোধ তুললেন। বিষয়টি নজর কেড়েছে সকলের। আইসি জানিয়েছেন, ‘আমরা প্রতিবাদ মিছিল তুলুন। আমি আপনাদের কথা দিচ্ছি রাস্তা তৈরি হবে। তবে আমার একার কথায় তো হবে না। আমি অবশ্যই এই বিষয়ে বিডিও-র সঙ্গে কথা বলব।’ এ প্রসঙ্গে একজন ছাত্রী জানিয়েছেন, ‘এই রাস্তার বেহাল দশার জন্যে আমাদের স্কুলে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। সাইকেল নিয়ে টিউশন যেতেও পারছি না। সে কারণে অনেক দূর ঘুরে ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এখন আমাদের নতুন রাস্তা চাই।’

এলাকাবাসী জানাচ্ছেন, এর আগেও একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও রাস্তা তৈরি করা হয়নি। সেই কারণেই তারা এই পথ বেছে নিয়েছেন। বর্তমানে বিষয়টি নিয়ে তৃণমূল বিজেপির তরজা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, বর্তমান সরকারের আমলে কোনও কাজ হচ্ছে না। বাধ্য হয়ে গ্রামবাসীরা এভাবে আন্দোলনে নামছে। পাল্টা তৃণমূলের দাবি ১০০ দিনের কাজের টাকা ঢুকলেই প্রথম এই রাস্তার কাজ করা হবে।।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র আড়াই বছরে বাজিমাত পায়রাডাঙার শ্রেয়ানের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নকল ফোনপে’তে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণা,ধৃত প্রতারক

গ্যাস ভর্তুকি ফেরতের অছিলায় গ্রাহকদের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, চাপ বাড়ল রাজ্য সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ