এই মুহূর্তে




বালুরঘাটে অশ্লীল নাচ ও জুয়ার আসরে খুন হল যুবক




নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: উৎসবের মরশুমে অশ্লীল নাচ ও জুয়ার আসরে পিটিয়ে খুন করে রাস্তার ধারে ফেলে দেওয়া হল মৃতদেহ । শুক্রবার সকালে রাজ্য সড়কের ধারে ওই কিশোরের রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার হতেই উত্তেজনা দেখা দেয় । অভিযুক্ত জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা । অভিযোগ অশ্লীল নাচের আসরে নর্তকীদের কাছাকাছি যেতে চাওয়া নিয়েই গোলমাল শুরু হয় । এরপর উনিশ বছরের ওই কিশোরকে বেদম প্রহার করে জুয়াড়িরা । পিটিয়ে খুন করার পর তার দেহ টেনে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় জাতীয় সড়কের(National High way) ধারে। বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার গুটিন এলাকায়।

পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম আলি হাসান মন্ডল ওরফে রানা (১৯)। বাড়ি হিলি থানার লস্করপুর এলাকায়। পেশায় শ্রমিক। মৃত রানা ওইদিন রাতে গুটিন এলাকায় গিয়েছিলেন অশ্লীল নাচ ও জুয়াতে অংশগ্রহণ করতে। সেখানেই বচসা এবং তারপরেই তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার সকালে রাজ্য সড়কের ধারে রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার হতেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঠাকুরপুরা এলাকায় পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে(Balurghat District Hospital) পাঠায় পতিরাম থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, হিলির লস্করপুর এলাকার বাসিন্দা আলী হাসান মন্ডল বেশ কয়েকদিন আগে ভিনরাজ্য থেকে কাজ সেরে বাড়ি ফিরেছিল। বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানার(Balurghat Police station) গুটিন এলাকায় অশ্লীল নাচ ও জুয়ার আসরের খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। যেখানেই ওই যুবককে দেখা গিয়েছিল বলে দাবি স্থানীয়দের। রাত বাড়তেই বাড়ছিল অশ্লীল নাচের তীব্রতাও। আর ঠিক তখনই ওই যুবতীদের ধরবার জন্য মঞ্চের সামনে একপ্রকার ঝাপিয়ে পড়েছিল ওই যুবক । যাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। চলে ওই যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর। আর এরপরেই রক্তাক্ত অবস্থায় কার্যত মাটিতে লুটিয়ে পড়ে আলী হাসান(Ali Hasan) ওরফে রানা।

পরিস্থিতি বেগতিক বুঝতেই রাজেন, বিশ্বজিৎ ও পরী নামের তিন কুখ্যাত জুয়াড়ীর নির্দেশে ওই যুবকের দেহ ফেলা হয় ঠাকুরপুরার তাহেরচক এলাকার রাজ্য সড়কের ধারে। এদিন সকালে একপ্রকার নগ্ন অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর পেতেই এলাকায় পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পতিরাম থানার পুলিশ(Patiram Police Station)। বাসিন্দাদের দাবি, দুদিন ধরেই গুটিন এলাকায় জমে উঠেছিল ওই নাচ ও জুয়ার আসর। তবে পুলিশের নজর এড়িয়ে কিভাবে টানা দুদিন ধরে এমন অশ্লীল নাচ ও জুয়ার আসর জমে উঠেছিল এলাকায়, তা নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যদিও বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলাদের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে প্রশাসনিক বৈঠক জেলাশাসকের

শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্যায়নী পুজো ঘিরে আনন্দে মাতোয়ারা সকলে

বাংলাদেশে চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা , শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে: দিলীপ ঘোষ

বাগনান ও আমতা থেকে উদ্ধার বিলুপ্ত নয় ও চার কেজির দুটি বিশালাকার ময়ূরী কাছিম

রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের ওপরে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

‘ভারত বিদ্বেষী’ বাংলাদেশিদের জন্য বন্ধ দার্জিলিংয়ের হোটেলের দরজা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর