27ºc, Haze
Friday, 24th March, 2023 9:40 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের মতোই ভিখারি দশা বাংলাদেশের। শনিবার রাতে এক লাফেই সোনার ভরি বাড়ল ৭ হাজার ৬৯৮ টাকা। যার ফলে এক ভরি সোনার দাম এক ডাকের কাছাকাছি পৌঁছেছে। দেশের ইতিহাসে অতীতে কখনই হলুদ ধাতুর দাম লাখের কাছাকাছি পৌঁছয়নি। সামনেই বিয়ের মরসুম। আর বিয়ের মরসুমের মুখে সোনার দামে এমন ঘোড়ার লাফে আমজনতার কপালে চিন্তার বলিরেখা আরও গভীর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের অভ্যন্তরীণ বাজারে সোনার দাম বাড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত হয়েছে। প্রতি ভরিতে ৭,৬৯৮ টাকা বেড়ে ২২ ক্যারেট সোনার দাম হবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। ২১ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৮৩২ টাকা। আজ রবিবার থেকেই নয়া দাম কার্যকর হবে।
গত ২৬ ফেব্রুয়ারি প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম এক হাজার ১১৬ টাকা কমিয়েছিল বাজুস। ফলে স্বস্তি পেয়েছিল সাধারণ মানুষ। কিন্তু এক লাফে প্রতি ভরি সোনার দাম সাড়ে সাত হাজার টাকা বাড়ানোয় হলুদ ধাতু কেনার স্বপ্ন আমজনতার কাছে স্বপ্ন থেকেই যাবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। যদিও সোনার দাম বাড়ানো ছাড়া বিকল্প কোনও রাস্তা খোলা ছিল না বলে দাবি করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহ সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম। তাঁর কথায়, ‘মানুষ বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। যার ফলে সোনার দাম বিশ্ববাজারে বেড়ে চলেছে।’