-273ºc,
Friday, 2nd June, 2023 3:46 am
নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহে এক ধাক্কায় অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ১, ১১০ টাকা। আর ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১,২১০ টাকা। পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। এক সপ্তাহে কেজি প্রতি রুপোর দাম কমেছে ২ হাজার ৩০০ টাকার বেশি। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, যারা সোনা ও রুপো কিনতে আগ্রহী তাদের কাছে দুই ধাতু কেনার এই হচ্ছে সুবর্ণ সময়। দেরি না করে অবিলম্বে কিনে ফেলা উচিত সোনা ও রুপো।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরেই সোনা ও রুপোর দাম চড়চড় করে বাড়তে শুরু করেছিল। ৭৪ হাজারের গণ্ডি যেমন ছুঁয়েছিল রুপো, তেমনই সোনার দামও ৫৫ হাজারের গণ্ডির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ফলে সাধারণ মধ্যবিত্তের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ চওড়া হচ্ছিল। তবে গত দু’সপ্তাহ ধরে কিছুটা হলেও দুই ধাতুর দাম নিয়ন্ত্রণে এসেছে।
চলতি সপ্তাহের প্রথম দিন ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ৪৮ হাজার ৪১০ টাকা। শনিবার সেই দাম কমে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩০০ টাকা। আর ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি দশ গ্রাম ৫২ হাজার ৮১০ টাকা। এদিন সেই দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ৬০০ টাকা।
তবে সোনার চেয়ে অনেকটাই কমেছে রুপোর দাম। সপ্তাহ শুরুর দিনে কলকাতার বাজারে প্রতি কেজি রুপোর দাম ছিল ৭০ হাজার ৩০০ টাকা। এদিন তা কমে দাঁড়িয়েছে প্রতি কেজি ৬৮ হাজার টাকা। সামনেই যেহেতু বিয়ের মরসুম, তাই দেরি না করে অবিলম্বে দাম কম থাকতেই দুই ধাতু কিনে রাখার পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।