এই মুহূর্তে




ভারতের বাজারে কবে আসছে iQOO 15? মিলল বড় আপডেট

নিজস্ব প্রতিনিধি : চিনের বাজারে এসে গিয়েছে আগেই। এবার কবে আসবে ভারতে? এমনই প্রশ্ন উঠছিল বারংবার। এবার ভারতে তাদের ফোন লঞ্চের দিনক্ষণ জানাল iQOO। তাঁরা জানিয়েছে, আগামী মাসের শেষের দিকেই আসতে চলেছে iQOO 15 ফোনটি। এই ফোনটি নিশ্চিত করেছে  Snapdragon 8 Elite 5 চিপসেট সহ আসবে। হতে পারে যে iQOO 13 ফোনের মতো এই ফোনটিও ভেপার কুলিং চেম্বার সহ পেয়ার করা থাকবে।

iQOO X হ্যান্ডেলে নিশ্চিত করে জানিয়েছে, আপকামিং iQOO 15 ফোনটি ২৬  নভেম্বর লঞ্চ হতে পারে। এই ফোনটি Flipkart থেকে বিক্রি করা হবে। মনে করা হচ্ছে , ফোনটি একই স্কয়ার ক্যামেরা ডিজাইন সহ একটি RGB লাইট সহ আসতে পারে। ফোনের এজ এবং রিয়ার আগের তুলনায় বেশি স্টাইলিশ হবে। এটি এলুমিনিয়াম প্যানেল সহ দেখা যাচ্ছে। ২০ অক্টোবর চিনের বাজারে এসেছে এই ফোন।

জানা গিয়েছে,  iQOO সংস্থা এই ফোনে 6.85 ইঞ্চি 2K স্যামসাং ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে থাকবে। এটি ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। এতে ডলবি ভিসন সাপোর্ট পাওয়া যাবে। ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 3200Hz হবে। দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এতে কোম্পানি Q3 চিপসেটও দেবে, যা 144 fps সহ 2K রেজোলিউশন অফার করবে। অপারেটিং সিস্টেম হিসেবে, এই ফোন Android 16 ভিত্তিক originOS 6 আউট অফ দ্য বক্সে কাজ করবে। নতুন আইকিউ ১৫ ফোনটি ওয়াটারপ্রুফ হতে পারে। এইফোনে 7000mAh ব্যাটারি থাকবে। সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেবে। এই ফোন ওয়্যারলেস চার্জিংও অফার করতে পারে। ফোনটি লাল সাদা রেডিয়েন্ট ব্রেকপ্যানেল এবং কার্ড এজ থাকবে। এতে একটি এলইডি রিং অথবা একটি সাদা অ্যাকসেন্ট রিং থাকতে পারে।এই ফোনটির দাম iQOO 13 এর তুলনায় একটু বেশি হবে। নতুন iQOO 15 ফোনটি ৫৯,৯৯৯ টাকা দামে আসতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিংয়ের OnePlus ফোন, কোথায় জেনে নিন

১৪ হাজার টাকা সস্তায় OPPO Reno 13, কোথায় পাবেন জানুন

১১ হাজারেরও কমে 5G স্মার্টফোন, Vivo-এর নতুন মডেল বাজার মাতাতে প্রস্তুত, দেখে নিন ফিচার্স

সস্তা আনলিমিটেড 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, এবার সর্বনিম্ন কত রিচার্জ করতে হবে?

২০০ MP ক্যামেরা-সহ বাজারে আসছে Samsung Galaxy S26 Ultra, কবে, কত দাম?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ