24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:10 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরও পড়ল টাকার দাম। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৭.৭৪। টাকার দামে অস্বাভাবিক পতনে সংশ্লিষ্টমহল রীতিমতো উদ্বিগ্ন। গত কয়েকদিন ধরেই ডলারে তুলনায় টাকার দামে পতন দেখা গিয়েছিল। পতন শুরু হয় চলতি মাস থেকে। লক্ষ্য করার মত বিষয় হল, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি রেপোরেট বৃদ্ধির পর থেকে ডলারের তুলনায় টাকার দাম পড়তে শুরু করে। বৃহস্পতিবার বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭৭.৭২। পতন দিয়ে শুরু হয় কেনা-বেচা। সেটা যে ৭৭.৭৪ টাকায় থামবে তা বিন্দুমাত্র অনুমান করতে পারেনি বিনিয়োগকারীরা।
গত ৬ মে ৫৫ পয়সা কমে ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭৬.৯০টা। তিনদিন বাদে, ৯ মে টাকার দাম আরও পড়ে। সেদিন বাজার খোলার সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৭.১৭। পরে আরও কমে টাকার দাম। এর আগে ডলারের তুলনায় টাকার দামের পতনের সাক্ষী ছিল ৭ মার্চ। সেদিন ডলার প্রতি টাকার দাম ছিল ৭৬.৯৮।
আর্থিক বিশেষজ্ঞদের মতে, ডলারের তুলনায় টাকার দামে পতনের কারণ রেপোরেট বৃদ্ধি এবং রুশ-ইউক্রেন যুদ্ধ ছাড়াও রয়েছে এশিয়ার বাজারে মুদ্রার দাম অস্বাভাবিক কমে যাওয়ার প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কখনও বাড়ছে, কখনও কমছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মুদ্রাস্ফীতি। সুতরাং, ধরে নেওয়া যেতে পারে, আগামীদিনেও বাজারে অস্থিরতা থাকবে।
আরও পডু়ন মুদ্রাস্ফীতিতে গলা-বুক জলে ব্রিটেন, চল্লিশ বছরের রেকর্ড তছনছ