এই মুহূর্তে




ভোটের মুখে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত ভাঙড়

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়:ভোটের মুখে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত ভাঙড়। অভিযোগের তীর আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় এক আইএসএফ(ISF) কর্মীকে আটক করেছে পুলিশ।রাতের অন্ধকারে ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার চন্ডিহাট গ্রামে(Chandihat Village) রাজ‍্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে এক আইএসএফ কর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিঞ্জাসাবাদ করছে পুলিশ।

ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই সুর চড়িয়েছে ভাঙড়ের আইএসএফ নেতা রাইনুর হক।এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন ভাঙড়ের(Bhangar) অবজার্ভার শওকাত মোল্লা(Sauquat Molla)। নতুন করে ভাঙড় এলাকা রাজনৈতিক উত্তেজনায় তপ্ত হতে চলেছে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চণ্ডী হাট তাদের শক্ত ঘাঁটি। তাই রাতের অন্ধকারে সেখানে শাসক দলের দুষ্কৃতীরা তৃণমূলের পতাকা পুড়িয়েছে।

পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আইএসএফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে আইএসএফ কর্মীদের মিথ্যে মামলায় চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।ভাঙড়ে বরাবরই শাসক দলের সঙ্গে আইএসএফের সংঘর্ষ হয়ে থাকে। মাঝে বেশ কিছুদিন সেখানে স্বাভাবিক পরিস্থিতি থাকার পর আবার নতুন করে চন্ডী হাট গ্রামের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।কলকাতা পুলিশ অবশ্য ওই এলাকায় যাতে নতুন করে অশান্ত পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য বিশাল সংখ্যক পুলিশ পিকেটিং বসিয়েছে। শুরু হয়েছে নজরদারি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশ ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

৬০০ বছরের নিয়ম ! শুধু প্রদীপের আলোয় পুজো পান মা, কোথায় জানেন?

বনগাঁ পুরসভার পক্ষ থেকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হল ডেকরেটর্সদের, কিন্তু কেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ