নিজস্ব প্রতিনিধি: বলিউডে খুশির মেজাজ। তর আর সইল না, অক্টোবরে বিয়ের কথা থাকলেও তা টেনে ২৪ সেপ্টেম্বর আনা হয়েছে। কাঁদের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন? হ্যাঁ বলিউডের নতুন জুটি অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা। চলতি বছরের শুরুতেই তাঁদের ডেটিং-এর গুঞ্জন শুরু হয়। প্রায়শই তাঁদের ডিনার ডেট, একসঙ্গে দেখা মিলতেই জল্পনা আরও গভীর হয়, অবশেষে গত মে মাসে বাগদানের পর নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন পরিণীতি। খবর বলছে, বলিউড ট্রেন্ডের কথা মাথায় রেখে রাজস্থানেই বিয়ের আসর বসতে চলেছে রাগনীতির। দিন কয়েক ধরেই তাঁদের দুটি কে বিয়ের ভ্যেনুর জন্যে এদিক-সেদিকে দৌড়াতে দেখা গিয়েছে।অবশেষে প্রকাশ্যে এলো রাঘব-পরিণীতির বিয়ের দিনক্ষণ। খবর অনুযায়ী, এই মাসের শেষের দিকে রাজস্থানে বিয়ে করতে চলেছেন তাঁরা। গত মে মাসে রাঘব চাড্ডার দিল্লির কাপুরথালা হাউসে উভয় পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে বাগদান সারেন তারকা দম্পতি। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁদের বিয়ের প্রোগ্রাম৷
তাঁদের বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানগুলি লীলা প্যালেস উদয়পুরে অনুষ্ঠিত হবে৷ ট্রেন্ডিং অনুযায়ী, তাঁদের বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা এবং বন্ধুরাই উপস্থিত থাকবেন। বাইরের কোনও সাংবাদিক ঢোকার অনুমতি নেই। জানা গিয়েছে, পঞ্জাবি মতেই বিয়ে হবে চোপড়া এবং চাড্ডার। তাঁদের বিয়ের অনুষ্ঠানটি শেষ হবে ২৪ সেপ্টেম্বর। ওইদিনই তাঁরা গাঁটছড়া বাঁধবেন।ব্যবস্থা এবং নিরাপত্তার পরিকল্পনা সম্পর্কে, একটি সূত্র জানিয়েছে, “রাঘব চাড্ডা যেহেতু একজন জনপ্রিয় রাজনীতিবিদ, তাই তাঁর বিয়েতে অনেক রাজনীতিবিদ উপস্থিত থাকবেন। সেই কারণে হোটেলগুলিকে নিরাপত্তা জোরদার করা হবে৷ পুলিশের রেক তাঁদের বিয়ের ভ্যেনুর চারিদিকে ঘেরাও করে রাখবে। মুলত বিয়ের অনুষ্ঠান ২৩ এবং ২৪ সেপ্টেম্বর লীলা প্যালেস এবং ওবেরয় উদয়ভিলাসে অনুষ্ঠিত হবে। যেখানে ২০০ টিরও বেশি অতিথি এবং ৫০ টিরও বেশি ভিভিআইপি অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে।”
বুকিং নিশ্চিত হওয়ার পরপরই উভয় হোটেলেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিয়েতে AAP সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পঞ্জাবের প্রতিপক্ষ ভগবন্ত মান-সহ বেশ কয়েকজন উপস্থিত থাকবেন। এছাড়াও পরিণীতি চোপড়ার কাজিন বোন প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাসও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
হোটেলগুলির সূত্র অনুযায়ী, তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠানগুলি, যেমন হলদি, মেহেন্দি এবং সঙ্গীত ২৩ সেপ্টেম্বর শুরু হবে৷ বিয়ের পরে, হরিয়ানার গুরুগ্রামে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরিণীতি চোপড়াকে পরবর্তীতে অমর সিং চামকিলার বায়োপিক ‘চামকিলা’ এবং ক্যাপসুল গিলে দেখা যাবে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল সুরাজ বরজাতিয়ার উঁচাই ছবিতে।