28ºc, Haze
Friday, 1st July, 2022 9:59 pm
আন্তর্জাতিক ডেস্ক: আপনি কি আপনার সহকর্মীর (co worker) শরীরে যেখানে সেখানে হাত দেন? বা হাত দেওয়ার জন্য মন ছটফট করে। তাহলে সাবধান। যে কোনও সময়ে আপনার চাকরি যেতে পারে। যেমন চাকরি গেল ব্রিটেনের এক পুলিশ (police officer) অফিসারের। তিনি তাঁর সহকর্মীর পুরুষাঙ্গ ধরে বলেছিলেন, ‘এ বাবা তোমার পুরুষাঙ্গ এত ছোট।’ যার পুরুষাঙ্গ ধরে তিনি এই মন্তব্য করেছিলেন তিনি সোজা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ রুজু করেন। অভব্য আচরণের জেরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। আদালতে (court) তিনি বলেন, নিছক মজা করবেন বলে তিনি ওই আচরণ করেন। সহকর্মীকে অপমান করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।
ঘটনাটি ঘটেছে ২০২১ সালে, ব্রিটেনের ডেভিজেস পুলিশ স্টেশনে (Devizes Police station)। পুরুষাঙ্গে হাত দিয়ে মন্তব্য করার জেরে চাকরি গিয়েছে অফিসার অ্যাডাম রিডসের (Adam Reeds)। যার সঙ্গে তিনি এই আচরণ করেন, তিনি সদ্য সদ্য কাজে যোগ দেন। সিনিয়র সহকর্মীর ওই আচরণে সে বিস্মিত। আদালতে (court) এই মামলার শুনানির সময় অ্যাডাম রিডস স্বীকার করে নিয়েছে তাঁর কুকীর্তির কথা। বিচারককে সে বলে, নতুন সহকর্মীর প্যান্টের চেন খুলে তাঁর পুরুষাঙ্গে হাত দিয়েছিল। পুরুষাঙ্গ ছোট হওয়ায় সেই ঠাট্টাও করেছিল। কিন্তু সহকর্মীকে (coworker) হেনস্থা করার কোনও অসৎ উদ্দেশ্য তাঁর ছিল না। যদিও আদালত ওই যুক্তি মানতে চায়নি। অ্যাডাম রিডসকে দোষী সাব্যস্ত করেছে।