27ºc, Haze
Saturday, 2nd July, 2022 7:39 am
আন্তর্জাতিক ডেস্ক: শান্তি। এর কি কোনও দাম আছে? প্রশ্নটা এভাবেও করা যেতে পারে, কত টাকা দিয়ে শান্তি কেনা যায়। প্রশ্ন তোলার কারণ লব্ধপ্রতিষ্ঠ রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ (Dmitry Muratov )বিশ্ব শান্তির জন্য পাওয়া নোবেল (Nobel Peace Prize medal) নিলামে তোলেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের (Ukrainian children) জন্য খরচ করা হবে। যেটা আরও বেশি উল্লেখ করার মতো তথ্য, তা হল গত বছরই নোবেল শান্তি (Nobel Peace Prize medal) সম্মান পেয়েছিলেন রাশিয়ার এই সাংবাদিক।
রুশ সাংবাদিক গত বছর একটি সংবাদপত্রের দফতর খোলেন। দফতর থেকে প্রকাশিত হত নোভায়া গ্যাজেতা পত্রিকা।পত্রিকার এডিটর-ইন-চিফ (editor-in-chief) ছিলেন দিমিত্রি মুরাতভ (Dmitry Muratov) । গত মার্চে রুশ সেনা সে দেশের বিভিন্ন সংবাদপত্রের দফতরে হানা দেয়। বন্ধ করে দেয় সংবাদপত্রে প্রকাশনা। জানা গিয়েছে, মূলত সেই সব পত্রিকার দফতরে (News paper) রুশ সেনা হানা দিয়েছিল যারা সরকার-বিরোধী খবর প্রকাশ করত। যদিও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে রুশ সেনার একের পর এক কুকীর্তি ফাঁস হতে শুরু করে। সংখ্যাগরিষ্ঠ রুশবাসী ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান সমর্থন করে না। সরকার-বিরোধী কথা বললে তাদের ধরে জেলে পাঠিয়ে দেওয়া হবে- এই আশঙ্কায় তারা মুখ বন্ধ করে রেখেছে। যদিও দিমিত্রি মুরাতভের মতো সাংবাদিকদের মুখ বন্ধ করতে পারেনি রুশ সেনা।
দিমিত্রি মুরাতভ (Dmitry Muratov )অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে, এই যুদ্ধ কোনওভাবেই সমর্থন করা যায় না। যুদ্ধে যাদের মৃত্যু হচ্ছে, তারা নির্দোষ। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সে দেশের শিশুরা। তাই, তাদের কথা ভেবে তিনি নোবেল শান্তি সম্মান পদক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পডু়ন সঙ্কটজনক প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশাররফকে দেশে ফেরাতে চায় পাক সেনা