-273ºc,
Saturday, 3rd June, 2023 3:28 am
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়া ওপেনে অঘটন।
গতবারের বিজয়ী রাফায়েল নাদাল টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। প্রতিপক্ষের কাছে দ্বিতীয় রাউন্ডে তিনি স্ট্রেট সেটে পরাজিত হয়েছেন। নাদালের প্রতিপক্ষ ছিলেন মার্কিন টেনিস তারকা ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। পাঁচ সেটের মধ্যে তিনটি সেটেই জয়ী হয় ম্যাকেঞ্জি। প্রথম দুই সেটের ফলাফল ৬-৪, ৬-৪। পরের সে ম্যাকেঞ্জি জেতেন ৭-৫য়ে। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ছিল নাদালের কাছে প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। জানা গিয়েছে, নাদালের চোট ছিল। সেই চোট নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে তিনি খেলতে নামেন। খেলা চলাকালীন কিছুক্ষণের জন্য তাকে বিশ্রাম নিতেও দেখা গিয়েছিল। একই ঘটনা ঘটেছিল শেষ উইম্বলডনে। সে বছরও চোট নিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন নাদাল। ম্যাচ চলাকালীন তাঁকে বেশ কয়েকবার দেখা গিয়েছিল রেফারির সঙ্গে কথা বলে বিশ্রাম নেওয়ার। এদিনের ঘটনার পর অনেকেই প্রশ্ন করছে, চোট পুরোপুরি সারিয়ে না উঠে কেন টুর্নামেন্টে অংশ নিলেন রাফায়েল নাদাল। নাদালের খেলা দেখতে মাঠে এসেছিলেন তাঁর স্ত্রী মারিয়া ফ্রান্সিসকা পেরেলো। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় স্টেডিয়ামে তাঁকে কাঁদতে দেখা গেল।
চোট নিয়ে অস্ট্রেলিয়া ওপেনে নাদালের অংশগ্রহণ করা নিয়ে ধারাভাষ্যকার জিম কুরিয়ার সম্প্রচার চলাকালীন প্রশ্ন তোলেন। প্রশ্ন তোলেন ঘনঘন নাদালের বিশ্রাম নেওয়া নিয়েও। খেলা চলাকালীন নাদালকে দেখা গিয়েছিল বল প্রতিপক্ষের কোটে ফেরাতে বেশ অসুবিধে হচ্ছে। অনেকেই ধরে নেন, অঘটন না ঘটলে ম্যাচ জেতার কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন ২২ গজে ফিরছেন জাদেজা, খেলবেন রঞ্জি