27ºc, Haze
Friday, 24th March, 2023 9:50 pm
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চলতি সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ঋষভ পন্থ।
এক উচ্চপদস্থ বোর্ডকর্তার বিবৃতি উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। কর্তাটি বলেন, আগের থেকে অনেক ভালো আছেন ঋষভ পন্থ। ভারতের এই ব্যাটারের অপারেশন ভালোভাবেই হয়েছে। মার্চে আরও একটি অপারেশন করতে হবে। তবে সেই খবরের থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড, ঋষভের পরিবার এবং তাঁর ভক্তরা একটি খবরের জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন – কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন ঋষভ? আপনাদের সকলকে সেই শুভ সংবাদ দিচ্ছি।
চলতি সপ্তাহে ঋষভকে হাসপাতাল কর্তৃপক্ষ ডিসচার্জ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ডিসচার্জ হলেও আপাতত তাকে বিশ্রামেই থাকতে হবে। মার্চে হবে আরও একটা অপারেশন। আপনারা সকলেই শুনেছেন, ভয়াবহ ওই দুর্ঘটনায় ঋষভের লিগামেন্টের শিরা ছিঁড়ে গিয়েছে। মার্চে অপারেশন করে ওই শিরা ঠিক করা হবে। বোর্ড কর্তা বলেন, বিসিসিআই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হাসপাতালের তরফ থেকে যেমন সাহায্য চাওয়া হবে, বোর্ড হাসপাতালকে সাহায্য করবে। এখনও পর্যন্ত যা খবর, তাতে অক্টোবরে অনুষ্ঠেয় একদিনের বিশ্বকাপে ঋষভের পক্ষে খেলা সম্ভব হবে না। পুরোপুরি সুস্থ হতে তার কম করেও ছয় মাস লাগবে। ছয় মাস বাদে তার আরও একবার মেডিক্যাল পরীক্ষা করবেন চিকিৎসকেরা।
ঋষভের ছাড়া পাওয়া খবরে ভারতীয় শিবিরও বেশ চাঙ্গা। কবে তারা ঋষভকে পাবে, রয়েছে তার অপেক্ষায়।
আরও পডুন ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার, সুস্থতার পথে ঋষভ পন্থ