27ºc, Haze
Friday, 24th March, 2023 9:48 pm
নিজস্ব প্রতিনিধি: অপ্রতিরোধ্য শুভমন গিল। একদিনের পরে এবার টি টুয়েন্টিতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম শতরান করে ফেললেন তরুণ ভারতীয় ব্যাটার। তাঁর অপরাজিত ১২৬ রানের দৌলতে সিরিজের শেষ ম্যাচে ২০ ওভারে কিউইদের বিরুদ্ধে ২৩৪ রান তুলেছে ভারত। গিলকে যোগ্য সঙ্গত করেছেন রাহুল ত্রিপাঠী ও অধিনায়ক হার্দিক পাণ্ড্য। সিরিজ জিততে গেলে ২৩৫ রান তুলতে হবে সফরকারী দলকে।
বুধবার গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তবে মরণ-বাঁচন ম্যাচে শুরুটা খুব একটা সুবিধের হয়নি টিম ইন্ডিয়ার। দলীয সাত রানের মাথায় ব্যক্তিগত এক রানে মাইকেল ব্রেসওয়েলের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন ভারতীয় দলের উইকেট কিপার ঈশান কিষাণ। কিউই বোলাররা যাতে মাথায় চেপে না বসতে পারেন তার জন্য ক্রিজে এসেই পাল্টা আক্রমণের পথে হাঁটেন রাহুল ত্রিপাঠী। কার্যত কিউই বোলারদের তুলোধনা করেন তিনি। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৯ বলে ৮০ রান সংগ্রহ করেন গিল-ত্রিপাঠী। ২২ বলে ৪৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ঈশ সোধির বলে লকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন রাহুল। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার ও তিনটি ছক্কায়।
এর পরে গিলের সঙ্গে জুটি বাঁধেন টি টুয়েন্টির বিশ্বসেরা ক্রিকেটার সূর্য কুমার যাদব। দুজনে মিলে ২৫ বলে ৩৮ রান তোলেন। ১৩ বলে ২৪ রান করে আউট হন সূর্য। ক্রিজে এসেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চালিয়ে খেলতে থাকেন হার্দিক পাণ্ড্য। পাশাপাশি বিধ্বংসী হয়ে ওঠেন গিলও। লকি ফার্গুসনের বলকে সীমানার ওপারে পাঠিয়ে টি টুয়েন্টি ফরম্যাটে নিজের প্রথম শতরান পূর্ণ করেন তিনি। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটে শতরান পূর্ণ করার নজির গড়লেন তরুণ ভারতীয় ব্যাটার। গিল-পাণ্ড্য জুটি ৪০ বলে ১০৩ রান সংগ্রহ করে দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করিয়ে দেন। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে চালিয়ে খেলতে গিয়ে ১৭ বলে ৩০ রান করে ড্যারিল মিচেলের ফিরে যান ভারত অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। ৬৩ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন গিল।