এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নতুন শিল্পনগরী দার্জিলিঙয়ে, ‘কথা দিন পাহাড় অশান্ত হতে দেবেন না’: মমতা

নিজস্ব প্রতিনিধি: নতুন শিল্পনগরী গড়ে উঠবে দার্জিলিঙয়ে (DARJEELING) এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তিনি আপামর পাহাড়বাসীর উদ্দেশ্যে বললেন, ‘কথা দিন পাহাড়কে আর অশান্ত হতে দেবেন না’। তারপরেই বলেন, কারও কথাতেই পাহাড়ে অশান্তি যেন না হয়। ঘোষণা করেন একগুচ্ছ প্রকল্পের। বলেন, তিনি পাহাড়ের দখল নিতে আসবেন না। আসবেন ভালবাসতে। বলেন, পাহাড়ের মানুষ জিটিএ (GTA) চায় শান্তি ও উন্নয়নের জন্যই।

জিটিএ শপথগ্রহণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঘোষণা করেন, নয়া শিল্পনগরী পাবে দার্জিলিঙ। ২০০ একর জায়গা নিয়ে গড়ে উঠবে নতুন নগর। থাকবে শপিং মল, হোম স্টে, ওয়্যার হাউজ, পর্যটকদের থাকার জায়গা। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং হবে আইটি হাব। বলেন, মংপুতে হবে হিল ইউনিভার্সিটি। অন্যদিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটর নয়া ক্যাম্পাস গড়ে উঠবে। উল্লেখ্য এই ক্যাম্পাস হবে তিন নম্বর। গড়ে উঠবে নতুন এডুকেশন হাব। দার্জিলিং য়ে তৈরি হবে হর্টিকালচার হাব। হবে মাল্টি লেভেল কার পার্কিং। আবার পাহাড়ের বুকে কার্শিয়াং থেকে রোহিনী পর্যন্ত তৈরি হচ্ছে নয়া রোপওয়ে রুট‌। মিরিকে গড়ে উঠবে ইকো ট্যুরিজম। চা বাগানে পর্যটক আরও টানতে তৈরি হবে হোমস্টে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে বিশেষ ভাবনার পরিকল্পনা রয়েছে রাজ্যের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিংয়ে এডুকেশন হাব, হর্টিকালচার হাব, মেডিক্যাল হাব ও আর্কিটেকচার হাব গড়ে উঠতে পারে। নেওয়া হয়েছে চায়ে সুন্দরী প্রকল্প। বলেন, পাহাড়ের ফুটপাতে যারা ব্যবসা করছেন, তাঁদের জন্য দোকানের ব্যবস্থা করা হবে। লেন, এত শান্তিতে নির্বাচন এর আগে পাহাড়ে হয়নি। পাহাড়ের মানুষ করে দেখিয়েছেন। এইজন্য সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায় সেজন্য পাহাড়ের মানুষ চায় জিটিএ। বলেন, পাহাড়ের মানুষ যা পারে অন্য কেও তা পারে না। এদিন তিনি বলেন, ১০ বছরে জিটিএ-র জন্য সরকার দিয়েছে ৭ কোটি টাকা। বলেন, পাহাড়ে শান্তি থাকলে অর্থনৈতিক উন্নতি হবে। তারপরেই বলেন, গড়ে উঠবে নিউ ইন্ডাস্ট্রিয়াল হাব, ফার্ম, হোম স্টে, সেফ হাউস, শপিং মল, রেস্টুরেন্ট। তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় থাকলে আইটি হাবকে আসতে অনুরোধ জানাবেন মুখ্যমন্ত্রী নিজে। এও বলেন, দার্জিলিংয়ের মত কালিম্পং এবং কার্শিয়া নিউ উন্নয়ন হবে। বলেন, পর্যটন বেড়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখানে রয়েছে শিল্প, শিক্ষার সম্ভাবনা। আইটি ইন্ডাস্ট্রি সবচেয়ে ভালো হবে দার্জিলিংয়ে।  মুখ্যমন্ত্রী বলেন, তিনি পাহাড়ে অশান্তি হতে দেবেন না। জনগণের উদ্দেশ্যে তাঁর বার্তা, কারও কথায় কেউ যেন অশান্তির প্ররোচনায় পা না দেয়। আপামর পাহাড়বাসীর কাছে তাঁর আবেদন, ‘কথা দিন পাহাড়কে আর অশান্ত হতে দেবেন না’।

তাঁর প্রতিশ্রুতি, আগামী ২০২৪ সালের মধ্যে ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাবে জল। আর কাওকে ভুগতে হবে না জলকষ্টে। জল সংরক্ষণের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, বিভিন্ন ট্যাংকের মাধ্যমে ঝর্ণার জল ভরে তা সংরক্ষণ ও সরবরাহ করতে হবে। ‌তারপরেই বলেন, কয়েকটি ঝর্না চিহ্নিত করে ড্রিংকিং ওয়াটার প্লান্ট তৈরির কথা। এদিন তাঁর ঘোষণা, মহিলারাও গাড়ি চালাক। সেই উদ্যোগ নেবে সরকার। ইতিমধ্যেই রয়েছে গতিধারা প্রকল্প। গাড়ি কেনার জন্য এই প্রকল্পের বাইরেও পাহাড়ের মানুষদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগেই পাহাড়ে তৃণমূল পরিচালিত সরকারের প্রধান দিয়ে এলেন জল সহ একগুচ্ছ উন্নয়নের তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের আধিকারিকরা আরও ভাবুক কী করে আরও বেশি হাত গড়ে তোলা যায়। বলেন, দার্জিলিং, কালিম্পং, মিরিকে হর্টিকালচার এক্সপার্ট হাব, ইন্ডাস্ট্রিয়াল হাবের সুবিধা রয়েছে অনেক। রাজ্যের মানুষ উপার্জনের জন্য থাকুক রাজ্যেই, আসুক পাহাড়ে। কাজের জন্য কাউকে বাইরে যেতে হবে না।

জিটিএ শপথগ্রহণ অনুষ্ঠানের পর তিনি গিয়েছিলেন দার্জিলিং কফিহাউস উদ্বোধনে। সেখানে অন্যরকম মেজাজে ধরা দেন তিনি। নতুন কফিহাউসে মাতলেন খোশগল্পে। শুনলেন প্রখ্যাত অভিনেতা ও গায়ক সাহেবের গান। গলা মিলিয়েছেন মুখ্যমন্ত্রীও। প্রসঙ্গত, পর্যটক টানতে দার্জিলিংয়ে শুরু হয়েছে কফিহাউস। প্রকৃতি, শিল্প ও প্রযুক্তিতে সেজে উঠেছে কফিহাউস।

চিড়িয়াখানা যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা দোকানে দাঁড়িয়ে ফুচকা তৈরি করেন মুখ্যমন্ত্রী। সেই ফুচকা খাওয়ান সাধারণ জনগণকে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালি কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের?

মালদায় নির্বাচনী প্রচারে খগেন মুর্মুকে গরু – ভেড়ার সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম

নাম বিভ্রাটের জেরে নিরাপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে এনে বাড়ি পৌঁছে দিল পুলিশ

তীব্র তাপপ্রবাহের মধ্যে কোথাও পুলিশ লাগালো গাছ, কোথাও আবার ডিউটির ফাঁকে করলেন রক্তদান

তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা

কৃষ্ণনগরের দর্জি তাক লাগিয়ে দিলেন ১৪৪ বর্গফুটের লুডো তৈরি করে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর