এই মুহূর্তে




জীবনতলা ,নিউটনের পর এবার সন্দীপের বিশাল ফ্ল্যাটের সন্ধান মিলল বহরমপুরে




নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: এবার বহরমপুরে বাবুপাড়ায় হদিস মিলল সন্দীপ ঘোষের সুবিশাল ফ্ল্যাটের। বিলাসবহুল গাড়িতে করে সেখানেই আসতেন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ(Sandeep Ghosh)। আবাসনের 4E ব্লকে থাকতেন সন্দীপ ঘোষ। আবাসিকদের দাবি, বেশ কয়েক বছর থেকে সন্দীপ ঘোষের ঘরটি তালা বন্ধ অবস্থায় রয়েছে। সিবিআই(CBI) ইতিমধ্যে এই ফ্ল্যাটের সন্ধান পেয়েছে। এদিকে, আরজি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার সন্দীপ ঘোষের নামে একাধিক সম্পত্তির খোঁজ পাচ্ছে সিবিআই। একাধিক সম্পত্তির মধ্যে একটি সম্পত্তির হদিশ পায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায়।ওখানে সন্দীপ ঘোষ বিশাল একটা বাংলো বাড়ি বানিয়ে ছিলেন । নাম দিয়েছিলেন ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’। স্থানীয় সূত্র মারফত খবর, ওখানে উনি প্রায় যেতেন সময় কাটাতে। আনন্দ ফুর্তিও করতেন জানা গেছে।কখনো কখনো নিজের পরিবার, বাবা-মা, শ্বশুর-শাশুড়িকে নিয়েও যেতেন । আবার কখনো কখনো অনেকেই আসতেন ওনার সাথে সময় কাটাতে দিনে অথবা রাতে। বসত আনন্দ ফুর্তির আসর। এরপর সন্দীপ ঘোষের আরো একটি ফ্ল্যাটের সন্ধান মেলে নিউটাউনের হাতিয়ারা এলাকায়।

এদিকে, আরজি কর কাণ্ডে হাওড়ায় শুক্রবার সাত সকালে ইডি হানা দেয়। শুক্রবার সকাল সাতটা নাগাদ হাওড়ার সাঁকরাইল বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিংয়ের এবং বাড়িতে হানা দেয় ইডি। উল্লেখ্য ,আরজি কর হাসপাতালের(R G Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে সিবিআই। পাশাপাশি বিপ্লব সিং কেও গ্রেফতার করেছে সিবিআই। তবে পুনরায় তার বাড়িতে তদন্তের নামল ইডি(ED)।বাসুদেবপুরে ব্যবসায়ী বিপ্লব সিং এর বাড়িতেও হানা দেয়। জানা গিয়েছে, ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আরজি কর হাসপাতালে মেডিকেল ইন্সট্রুমেন্ট সাপ্লাই করত। আরজি কর মেডিকেল কলেজে ইন্সট্রুমেন্ট সাপ্লাই এর ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় ইডি তদন্তে নেমেছে । পাশাপাশি সাঁকরাইলে কৌশিক কলের বাড়িতেও হানা দেয় ইডি। প্রাথমিকভাবে জানা গেছে বিপ্লব সিং এর সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে এবং মা তারা ট্রেডার্স এর সঙ্গেও যুক্ত তাই তার বাড়িতেও ইডি হানা দেয়। অন্যদিকে,”যা জানা ছিল সব বলে দিয়েছি” আটকের পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রসূন চট্টোপাধ্যায়।

ইডির হাতে আটক আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। শুক্রবার সকাল ৭ টা নাগাদ তাঁর সুভাষগ্রামের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রসূনকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা। প্রসঙ্গত, প্রসূন নিজেকে সন্দীপের পিএ বলে দাবি করতেন বলে খবর।গত ৯ অগস্ট আরজি করের ইমারজেন্সি বিল্ডিংয়ের ৪ তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। সেদিনের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল। যেখানে বহু মানুষকে দেখা গিয়েছিল। অভিযোগ উঠেছিল, ‘ক্রাইম সিনে’ বহিরাগতরা প্রবেশ করেছে। সেই ভাইরাল ভিডিয়োতেই দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায় বলে এক ব্যক্তিকে। পেশায় তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর। অবশ্য সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবেই তিনি পরিচিত। সন্দীপের পিএ হিসেবে নাকি কাজ করেছেন তিনি। তাই প্রসূনের বাড়িতেই হানা দিল ইডি। তবে খুনের তদন্তে ইডি সেখানে যায়নি। আর্থিক দুর্নীতির তদন্তের পরিপ্রেক্ষিতেই আজ প্রসূনের বাড়িতে অভিযান চালায়। পরে প্রসূনকে আটক করে গাড়িতে তোলে ইডি।আটকের পর প্রসূন চট্টোপাধ্যায় জানান, তাঁকে যা জিজ্ঞেস করা হয়েছে, তিনি সবকিছুর জবাব দিয়েছেন।

দীর্ঘ ৬, ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী দল। আটকের পর প্রসূন বলেন, ‘যা জানা ছিল, সব বলে দিয়েছি।’অপরদিকে,সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়িতে কেন্দ্রীতদন্তকারী সংস্থা ইডির হানা দেয় ।আরজি করের দুর্নীতি মামলায় শুক্রবার শহর জুড়ে একাধিক জায়গা তলাশি করে ইডি। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট (Airport)সংলগ্ন মিলন পল্লী দূর্গা মন্ডপের পাশে এলিট এনক্লাবে আবসনে সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা দেয় ।সূত্র মারফত খবর আরজি করের ঘটনা আগে এবং পরে একাধিক বার সন্দীপ ঘোষ নিজের শ্যালিকার বাড়িতে থাকতেন ।সেই সূত্রে ইডির আধিকারিকরা তার বাড়িতে হানা দেয়। সেখান থেকে মিলেছে বেশ কিছু ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

শিলিগুড়িতে চিকিৎসক ও ঔষধ না পেয়ে ভাঙচুর সুপার অফিস,আটক ৩

ঝাড়গ্রামের ডুলুং নদী থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাবধান আর মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

ধর্ষণের ঘটনায় আদালতে নাবালিকার জবানবন্দি দেওয়াতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পুলিশ

মেদিনীপুর-সহ রাজ্যের ৬ বিধানসভা আসনের উপনির্বাচন কবে, জানাল নির্বাচন কমিশন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর