এই মুহূর্তে

ফাঁকা সভায় শূন্য আওয়াজ! ১২ ডিসেম্বর নিয়ে আবারও সাফাই শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি: তিনটি তারিখ ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। চলতি মাসের ১২, ১৪ এবং ২১ তারিখ। ঘোষণা করেছিলেন ‘বড় কিছু হবে’। সেই ১২ ডিসেম্বর আজ। হাজরার সভা থেকে এদিন কার্যত সাফাই দিলেন তিনি। তাঁর সভায় উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (DILIP GHOSH) দেখা মেলেনি।

তাঁর ‘জনপ্রিয়তা’র তুলনায় ভরেনি সভা, একথা মানছেন বিজেপি’রই একাংশ। তৃণমূলের কটাক্ষ, লোকই হয়নি তেমন। ডিসেম্বরের ১২ তারিখের ডেডলাইনে সভা করে তিনি নাম না করে আক্রমণ করলেন বিজেপিরই নেতা দিলীপ ঘোষকে। উল্লেখ্য, ‘দিলীপ বিজেপি’ এবং ‘শুভেন্দু বিজেপি’ আলাদা শিবির হিসেবেই পরিচিত। এদিন শুভেন্দু সেই দিলীপকেই কটাক্ষ করলেন। বললেন, ‘আমি মর্নিংওয়াকে গিয়ে যা খুশি বলি না’। সেই রেশ টেনেই বলেন, ‘ভেবে কথা বলি’। উল্লেখ্য, নিয়মিত মর্নিংওয়াকে গিয়ে বক্তব্য রাখার জন্য বিখ্যাত দিলীপ ঘোষ। তাঁকেই বেশ কয়েক মাস আগে সেন্সর করেছিল দল। অন্যদিকে, আজ সকালেই দিলীপ ঘোষ বলেছিলেন, ‘আজ কিছু হবে বলে তো মনে হয় না’। তিনি এও বলেছিলেন, ধেড়ে ইঁদুর ধরা পড়বে আদালতের নির্দেশে। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূল থেকে কেউ বিজেপি’তে যোগ দেবেন না। মানে, কার্যত শুভেন্দু’র দাবিকে উড়িয়ে দিলেছিলেন দিলীপ। সেই রাগেই কি প্রকাশ্য সভা থেকে দিলীপকেই বিঁধলেন শুভেন্দু? নেটিজেনরা বলছেন, এ তো ১২ ডিসেম্বর বিজেপির প্রকাশ্য দ্বন্দ্ব।

এদিন শুভেন্দু বলেন, ‘আমি সরকার ফেলব বলিনি’। তারপরেই বলেন, ‘চোর-ডাকাতদের নিয়ে আমরা সরকার গড়ি না’। এদিন তিনি আরও বলেন, বড় ডাকাত- ধেড়ে ইঁদুররা জেলে যাবেন।  এদিন শুভেন্দু’র দাবি ছিল, তিনি গিমিকে বিশ্বাস করেন না। আর তৃণমূলের কটাক্ষ, ‘হালে পানি না পেয়ে ওঁ গিমিক ছড়ান। জনগণ ধরে নিয়েছে সেই ভাঁওতা’।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, অন্যান্য রাজ্যের মত বঙ্গে সরকার ফেলা সম্ভব নয় বিজেপি’র। শুধু তাই নয়, বাংলা জুড়ে ‘বিজেপি ছাড়ো’ ধাক্কা কাটিয়ে ওঠাও মুশকিল পদ্মশিবিরের। এর আগেও ‘ডিসেম্বর ডেডলাইন’ প্রসঙ্গে ‘চাপ’ বুঝতে পেরে শুভেন্দু বলেছিলেন, সরকার পরিবর্তন করা হবে বলা হয়নি। বলা হয়েছিল, কাজ করতে দেওয়া হবে না। তারপর বলেছিলেন, আদালতের রায় ডিএ দিতে হবে হলে, তা না দিতে পেরে এমনিই সরকার ছেড়ে পালাবে ওরা। এবারে আবারও শুভেন্দু  দিলেন সেই সাফাই। বললেন, ‘সরকার ফেলব বলিনি’।তৃণমূলের পাল্টা প্রশ্ন, ‘তবে লালনকে মারা হবে বলেছিলেন’? উল্লেখ্য, সিবিআই হেফাজতে থাকাকালীন আজ রহস্যমৃত্যু হয়েছে বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দইয়ের পর এবার হুগলীর ঘুগনিতে মুগ্ধ রচনা, খেলেন আবার খাওয়ালেনও

‘ভগবানের’ প্রার্থীপদ খারিজের দাবি তৃণমূলের, নেপথ্যে মৃত্যু কামনা

ভাটপাড়া থেকে নিখোঁজ ছাত্রীকে বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ

হরিশচন্দ্রপুরের জমির সমস্যাকে কেন্দ্র করে দুষ্কৃতী হামলা ,এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনা কেন্দ্রের

বিজেপিকে হতাশ করিলেন রেখা, পাচ্ছেন স্বাস্থ্যসাথীর সুবিধা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর