27ºc, Haze
Saturday, 2nd July, 2022 12:09 am
নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের একটি বাড়িতে। পুড়ে ছাই গোটা বাড়ি। আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত আরও ভয়াবহ আকার ধারণ করে আগুন। ভস্ম হয়ে যায় বাড়িতে থাকা ধান, চাল, নগদ টাকা-সহ যাবতীয় নথিপত্র। আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাড়িতে থাকা গহনাও। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের ভান্ডারী গছ গ্রামের বাসিন্দা মজিতা বেরা। শুক্রবার সকালে বাড়িতে তালা দিয়ে বাড়ির সকলে কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন। এদিন দুপুরে তাদের কাছে খবর যায়, আচমকাই আগুন লেগে তাদের সম্পূর্ণ বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা ভিড় করেন ওই বাড়ির কাছে। কিন্তু চেষ্টা করেও বাড়ির সামনে যেতে পারলেন না তাঁরা। ফলে আগুন নেভানোর ইচ্ছে থাকলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি গ্রামবাসীরা। ঘটনার খবর দেওয়া হয় তড়িঘড়ি দমকলে। দমকল পৌঁছনোর আগেই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। আগুন লাগার ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা অমল রায় জানান, কী ভাবে আগুন লাগল তা জানা নেই। কিন্তু আগুন লাগার পর ঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরণ হয়। এর ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সমস্ত কাগজপত্র সহ নগদ টাকা সব পুড়ে ছাই হয়ে যায়।
এই প্রসঙ্গে দমকল আধিকারিক গনেন্দ্রনাথ রায় জানান, আগুনের খবর পেয়ে আমরা আসি। শর্ট সার্কিট না অন্য কোনও কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু আগুনে তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘরে থাকা সমস্ত নথি পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে বাড়িতে আগুন লাগায় শোকের আবহ মজিতা বেরার পরিবারে। সর্বস্ব হারিয়ে কী করবেন, কোথায় যাবেন। সেই ভাবনায় দিশেহারা গোটা পরিবার। কেন এবং কীভাবে এমন বিধ্বংসী আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।