এই মুহূর্তে

আমডাঙা বিডিও অফিসে হিয়ারিং চলাকালীন অসুস্থ দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি: খসড়া তালিকা প্রকাশের পর শুরু হয়েছে হিয়ারিং পক্রিয়া। এই পক্রিয়া চলাকালীন রাজ্যজুড়ে একাধিক অমানবিক ঘটনা ঘটছে। এই নিয়েই রাজ্যের মানুষের বাড়ছে ক্ষোভ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠছে হয়রানির অভিযোগ। দিখে মানুষের অসুস্থ হওয়ার খবর মিলেছে। এবার আমডাঙা বিডিও অফিসে হিয়ারিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন দুজন। অভিযোগ SIR হিয়ারিং চলাকালীন মানসিক চাপে দুই মহিলা অসুস্থ হয়ে পড়েন।

জানা গিয়েছে, দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় পুলিশি তৎপরতায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ ওই মহিলা আনোয়ার হোসেনের ভাইজি বলে জানা  গিয়েছে।  দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এবং ‘SIR’ সংক্রান্ত টেনশনে নার্ভের সমস্যায় অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। আমডাঙা বিধানসভার ১১টি গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ৫ হাজার মানুষকে আজ হিয়ারিং-এর জন্য ডাকা হয়। অসুস্থ হওয়ার পরেই ক্ষোভ উগড়ে দেন উপস্থিত জনতা। হিয়ারিং-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগে বিডিও অফিস চত্বরে সরব হয়েছেন পরিবারের সদস্যরা। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং অসুস্থ ও বয়স্কদের জন্য দ্রুত হিয়ারিং-এর ব্যবস্থা করা হয়। 

আরও পড়ুন: ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বিএলএ ২ কর্মীর, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অন্যদিকে SIR আতঙ্কে রাজ্যে একটার পর একটা মৃত্যু ঘটছে। SIR শুনানিতে এসে আর বাড়িতে ফেরা হল না অসুস্থ বছর ৬৮-র নাজিমুল মোল্লার। হাসপাতাল থেকে অক্সিজেন নল গুঁজে শুনানি কেন্দ্রে গিয়েছিলেন তিনি। সেখান থেকে হাসপাতালে ফেরার পথেই সব শেষ। সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছে আর পূরণ হল না। জয়নগরের বৃদ্ধের মৃত্যুর হয়। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেবতা রূপে পূজিত নেতাজি, ভোগে কেক-পায়েস-পিঠে

তিন কলেজকে একসঙ্গে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়, প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী

সরস্বতী পুজো ও নেতাজি জন্মজয়ন্তীতে তালাবন্দি সরকারি স্কুল,চরম লজ্জার ছবি

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অগ্রাহ্য, গ্রেফতারি পরোয়ানা জারি হবে রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে?

প্রথাগত পৌরোহিত্য নয়, ইউটিউব দেখে শিখে বাগদেবীর পুজো করলেন চন্দননগরের ছাত্রী

জাত-লিঙ্গের গণ্ডি ভাঙল স্কুল, অব্রাহ্মণ শিক্ষিকার মন্ত্রোচ্চারণে সম্পন্ন সরস্বতী পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ