এই মুহূর্তে




বাংলাদেশে শুরু তালিবান রাজ! মাঝপথে বন্ধ করে দেওয়া হল নাটক




নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে শুরু তালিবানি রাজ! মাঝপথেই বন্ধ করে দেওয়া হল নাটক। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায়। যেখানে নাটকটি চলাকালীনই থামিয়ে দিতে বাধ্য হলেন নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এদিন শিল্পকলা আকাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘নিত্যপুরাণ’ নাটকের শো চলছিল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন করেন মাসুম রেজা। জানা গিয়েছে, ফেসবুকে কটূক্তি’র জের ধরেই নাটকটি নিয়ে বিক্ষোভ শুরু হয়। এরপরেই থামিয়ে দেওয়া হয় নাটক। এমনকী নাটকের শো শুরুর আগে শিল্পকলার গেটে বিক্ষোভকারীরা নাটক বন্ধের জন্য ব্যানার ঝুলিয়ে দেয়। এরপর তারা ‘দেশ নাটক’র দলনেতা এহসানুল এজাজ বাবুকে নাটকটি বন্ধ করে দিতে বলেন। তবে কি এমন ছিল এই নাটকে, যা নিয়ে এত বিক্ষোভ?

জানা গিয়েছে, সম্প্রতি ফেসবুকে বর্তমান সরকার নিয়ে কটাক্ষ করেছিলেন ‘দেশ নাটক’-এর দলনেতা এহসানুল এজাজ। তা নিয়েই এত ঝামেলা। এমনকী এক পর্যায়ে শিল্পকলার প্রধান সৈয়দ জামিল সেখানে গিয়ে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। এবং বিক্ষোভকারীদের কিছুতেই শান্ত করতে পারছিলেন না। বাধ্য হয়ে তিনি মঞ্চে উঠে নাটক থামিয়ে দেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের অনেক থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এই নাটক না থামালে বিক্ষোভকারীরা সবকিছু জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার দেন। সেই কারণেই নাটক মাঝপথে বন্ধ করতে বাধ্য হন পরিচালক। এ বিষয়ে তিনি আরও বলেছেন, আজ নিত্যপুরাণ নাটকের শো ছিল। যখন তাঁরা টিকিট বিক্রি করছিলেন, সেই সময় ওখানে প্রায় ২০-২২ জন এসে একটা ব্যানার টানান।

যেখানে লেখা ছিল, ‘দেশ নাটক’র বাবুকে আমাদের হাতে তুলে দিন।’ বিষয়টি নাটকের পরিচালককে জানালে তিনি দ্রুতই এসে তাঁদের শান্ত করেন। এরপর শো শুরু হলেও ঘটনা থামেনি। কিছুক্ষণ পরে আবারও একই দাবি তুলতে থাকেন বিক্ষোভকারীরা, কিন্তু শেষ পর্যন্ত মঞ্চে উঠে পরিচালক ঘোষণা করেন যে, তাঁরা খুবই দুঃখিত, এটার জন্য লজ্জিত যে- তাঁরা এই শো টা এখানেই বন্ধ করছেন। নয়তো রক্তযুদ্ধ বাধবে। বিষয়টি রীতিমতো তালিবানি শাসনের প্রতি রূপ। গত জুলাই-অগস্টে ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ ছিল বাংলাদেশ। এরপর অবস্থার বেগতিক দেখে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়। এরপর থেকেই  বাংলাদেশে অরাজকতা চলছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না’, ভারতের বিদেশ সচিবকে প্রচ্ছন্ন হুমকি ইউনূস সরকারের

তেলগু সুপারস্টার পবন কল্যাণকে ফোনে খুনের হুমকি, তদন্তে পুলিশ

দিল্লিকে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিলেন ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা

গোয়ার বিচে খোলামেলা সাহসী পোশাকে অপরাজিতা, হুঁশ উড়ল নেটিজেনদের

দিল্লি থেকে ইউরোপীয় ভিসা সেন্টার সরিয়ে ঢাকা-পাকিস্তানে খোলার দাবি মোল্লা ইউনূসের

‘ভারত বিদ্বেষী’ বাংলাদেশিদের জন্য বন্ধ দার্জিলিংয়ের হোটেলের দরজা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর