এই মুহূর্তে




বিএনপি’র সঙ্গে জোটে যাচ্ছে না জামায়াত ইসলামী, ১৫০-র বেশি আসনে প্রার্থী চূড়ান্ত




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ দেড় দশক ধরে খালেদা জিয়ার দল বিএনপি’র সঙ্গে জোট বেঁধেই দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিল জামায়াত ইসলামী। কিন্তু রাজনৈতিক পালাবদল ঘটতে না ঘটতেই অঘোষিতভাবে বিএনপি’র সঙ্গ ত্যাগ করেছে কট্টর মৌলবাদী দলটি। উল্টে মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মদতে দেশে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠনটির শীর্ষ নেতারা। ইতিমধ্যে্ই এককভাবে কিংবা কট্টর ইসলামী দলগুলির সঙ্গে জোট বেঁধে ভোটে লড়াইয়ের পরিকল্পনা নিয়েছেন জামায়াতের আমীর শফিকুর রহমান। আর সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে ইতিমধ্যেই দেড়শোর বেশি আসনে প্রার্থীও চূড়ান্ত করেছে কট্টর ইসলামী দলটি।

কোটা সংস্কার আন্দোলনের শেষ লগ্নে জামায়াত ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্ত ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরে দলটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর তার পর থেকেই কোমর কষে ঝাঁপিয়ে পড়ে কট্টর ইসলামপন্থী দলটি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর আপসারণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা-সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির অবস্থানের উল্টোপথে হাঁটতে থাকে। অর্থা‍ৎ বিএনপি’র অবস্থানের বিপরীত সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়ায়।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে স্বাধীনতার বিরোধিতাকারী দলটি ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে। ইতিমধ্যেই আগামী ভোটে বিএনপি’কে প্রধান শত্রু বা প্রতিপক্ষ ধরে নিয়ে অন্যান্য ইসলামী ধর্ম নির্ভর দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা। ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, ১২-দলীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিস ও ফরায়েজী আন্দোলনের সঙ্গে তারা বৈঠক করেছেন। এ ছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গেও কথাবার্তা চালিয়েছেন।

বিএনপির সঙ্গে যে জোট বেঁধে ভোটে লড়তে চান না তা স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘ভোটের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, দল নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে, তখন যে পরিস্থিতি বিরাজ করবে, সেই পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটি এককভাবে, নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে, তা এখনই বলার সুযোগ নেই।’ তবে ইতিমধ্যেই বিভিন্ন সমাবেশ থেকে দেড়শোর বেশি আসনে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃত্ব। বাকি আসনগুলিতেও প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। যদিও বিএনপি নেতৃত্ব মনে করছেন, জামায়াত যদি আলাদা হয়ে যায়, তাহলে কোনও অসুবিধা হবে না। কেননা, আওয়ামী লীগ সক্রিয় না থাকায় ধর্মনিরপেক্ষে ভোটাররা এবার বিএনপি’কে বেছে নেবেন। তাছাড়া হিন্দু-সহ সংখ্যালঘুদের ভোটও বিএনপির দিকে আসবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত’, দিল্লিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার

আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে ‘হামলা’, ছিঁড়ে ফেলা হল পতাকা

জাতীয় পতাকা সম্মান না করলে বাংলাদেশিদের চিকিৎসা করবেন না ভারতীয় চিকিৎসক

বাংলাদেশে শান্তি সেনা মোতায়েনের দাবি জানানোয় মমতাকে হুমকি মোল্লা ইউনূসের উপদেষ্টার

বিমানের ককপিটে একাধিক যৌন হয়রানির অভিযোগ পাইলটদের বিরুদ্ধে

দিল্লিকে জোর ধাক্কা ইউনূস সরকারের, বাংলাদেশের মাটি ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাব খারিজ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর