এই মুহূর্তে




একঘেয়ে বাঁধাকপির তরকারি খেয়ে অরুচি? সপ্তাহান্তে স্বাদ বদলাতে বানান ‘তন্দুরি ক্যাবেজ’

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই ফুলকপি আর বাঁধাকপির রকমারি রেসিপি। বাঙালি বাড়িতে সাধারণত ২-৩ রকম রান্না হয় বাঁধাকপি দিয়ে। তবে ইচ্ছা তো হয় সাধারণ পদ ছাড়া যদি অন্য কিছু করা যায়। তেমনই এক রান্না হল ‘তন্দুরি ক্যাবেজ’ । সপ্তাহন্তে স্বাদ বদল করতে বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন এই রেসিপি।  জেনে নিন কীভাবে বানাবেন এই রেসিপি।

উপকরণ:

মাঝারি আকারের বাঁধাকপি ১টি

জল ঝরানো টক দই ১/২ কাপ

আদা-রসুন বাটা (১ টেবিল চামচ )

 বেসন (১ টেবিল চামচ)

কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো (১ চা চামচ)

 ধনে গুঁড়ো (১ চা চামচ)

 জিরে গুঁড়ো (১/২ চা চামচ)

গরম মশলা গুঁড়ো (১/২ চা চামচ)

হলুদ গুঁড়ো (১/২ চা চামচ )

 গোলমরিচ গুঁড়ো (১/৪ চা চামচ)

 কসুরি মেথি (১ চা চামচ)

লেবুর রস (১ চা চামচ)

স্বাদমতো নুন

পদ্ধতি

প্রথমে  বাঁধাকপির বাইরের শক্ত পাতাগুলো ভালো করে ছাড়িয়ে   ১ ইঞ্চি বা তার একটু বেশি পুরু স্লাইসে কেটে নিন। এরপর একটি  বড় পাত্রে জল ফুটিয়ে তাতে সামান্য নুন দিয়ে বাঁধাকপির চাকা চাকা টুকরো গুলো সেই ফুটন্ত জলে ২-৩ মিনিটের জন্য হালকা ভাপিয়ে তুলে নিন। ভালো করে জল ঝড়িয়ে নিন।  দেখবেন বাঁধাকপি   সম্পূর্ণ সেদ্ধ না হয়।  এবার

একটি পাত্রে টক দই এবং তেল ছাড়া বাকি সব মশলা মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি  করে প্রতিটি বাঁধাকপির টুকরোকে দুপাশে মশলা মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা। এই সময় এটিকে ফ্রিজে রাখুন। এবার  একটি  প্যানে তেল ব্রাশ করে মাঝারি আঁচে  মশলা মাখানো বাঁধাকপির টুকরো গুলো এ পিঠ-ও পিঠ করে ভাল করে ভেজে নিন।  প্রয়োজনে অল্প তেল দিতে পারেন। বাঁধাকপির টুকরো  পোড়া পোড়া  হলে আঁচ বন্ধ  করে উপরে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হেঁশেলে একঘেয়ে পদ ছেড়ে এবার রাঁধুন বেগুন সিরাজি

শীতে ঘরেই বানিয়ে নিন মুখরোচক চাট, কীভাবে বানাবেন জানুন

শীতের রাতে ডিনারে পাতে রাখুন ধনেপাতা-কাঁচালঙ্কা দিয়ে তৈরি সুস্বাদু এই চিকেনের পদ

ভেটকি দিয়ে নয়, কম খরচে বানিয়ে ফেলুন সুস্বাদু লটে ফ্রাই, জেনে নিন চটজলদি রান্নার রেসিপি

ওজন কমবে তরতরিয়ে, প্রতিদিন রাতের ডিনারে রাখুন সুস্বাদু পালং মাশরুম স্যুপ

শীতের রাতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা শিমের তেল-ঝাল, জেনে নিন রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ