এই মুহূর্তে




গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন রসুন পোড়ায় দই মুরগি, জানুন রেসিপি

নিজস্ব প্রতিনিধি: মাংস মানেই কষা ও ঝোলের কথা মাথায় আসে। ভাবছেন একঘেয়ে রান্না ছেড়ে অন্য রকম কিছু রান্না করবেন কিন্তু ভেবেই উঠতে পারছেন না স্বাদে কীভাবে আনা যাবে নতুনত্ব। ঘরেও নেই বেশি উপকরণ। আবার বেশি তেল মশলা দিয়েও রান্না হোক এটা চাইছেন নাa শরীরের কথা মাথায় রেখে। এত চিন্তার কিছু নেই। ঘরে থাকা সামান্য কতগুলি উপকরণ দিয়ে জল ছাড়া বানিয়ে ফেলুন  রেসিপি।

উপকরণ: ১ কেজি মুরগির মাংস, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, ৫টা শুকনো লঙ্কা, গোটা রসুন, সর্ষের তেল, দেড় কাপ কুঁচানো পেঁয়াজ, ২ টেবিল চামচ লঙ্কা কুঁচি, ২ টেবিল চামচ আদা রসুন বাটা, ১০০ গ্রাম টক দই, বড়ো সাইজের টমেটো কুঁচি,

পদ্ধতি: প্রথমে একটি পাত্রে ১ কেজি মুরগির মাংস নিন। তাতে ১০০ গ্রাম টক দই, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১/২ চা চামচ নুন মাখিয়ে ম্যারিনেট করে বেশকিছুক্ষন রেখে দিন। এর পর দুটো গোটা রসুনকে আগুনে কিছুক্ষন পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন। তারপর কড়াইতে ১ চামচ তেল গরম করে ৫টি শুকনো লঙ্কা ভেজে তুলে নিন। ভাজা শুকনো লঙ্কাগুলি ও পোড়ানো রসুন আর এক চিমটি নুন দিয়ে হামাল দিস্তাতে পেস্ট করে নিন। এরপর ওই কড়াইতে ৪ টেবিল চামচ সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে ১০ মিনিট মতো ভাজতে থাকুন। চিকেন কিছুটা ভাজা হয়ে গেলে তারপর তাতে যোগ করুন দেড় কাপ কুঁচানো পেঁয়াজ, দুই টেবিল চামচ লঙ্কা কুঁচি। এগুলি একসঙ্গে আরও ১০ মিনিট কষান। এরপর একে একে রসুন- লঙ্কা বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ৫-৭ মিনিট কষান। দই দেওয়ার জন্য চিকেন থেকে জল ছেড়ে এলে তখন দিন কুঁচিয়ে রাখা একটা বড়ো সাইজের টমেটো। এবার ঢাকনা চাপা দিয়ে ৮-১০ মিনিটের জন্য ফুটতে দিন মাঝারি আঁচে। তারপর ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার চাপা দিয়ে ৮-১০ মিনিটের জন্য রান্না হতে দিন। মাঝে মাঝে ঢাকা খুলে দেখুন মাংস সিদ্ধ হয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে ১/২ চা চামচ চিনি ও প্রয়োজন পড়লে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি জল ছাড়া রসুন পোড়ায় দই মুরগি
রেসিপি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হেঁশেলে একঘেয়ে পদ ছেড়ে এবার রাঁধুন বেগুন সিরাজি

শীতে ঘরেই বানিয়ে নিন মুখরোচক চাট, কীভাবে বানাবেন জানুন

শীতের রাতে ডিনারে পাতে রাখুন ধনেপাতা-কাঁচালঙ্কা দিয়ে তৈরি সুস্বাদু এই চিকেনের পদ

ভেটকি দিয়ে নয়, কম খরচে বানিয়ে ফেলুন সুস্বাদু লটে ফ্রাই, জেনে নিন চটজলদি রান্নার রেসিপি

ওজন কমবে তরতরিয়ে, প্রতিদিন রাতের ডিনারে রাখুন সুস্বাদু পালং মাশরুম স্যুপ

শীতের রাতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা শিমের তেল-ঝাল, জেনে নিন রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ