এই মুহূর্তে




বেজিংকে জোর ধাক্কা দিল্লির, চিনা পণ্যের উপরে চাপল ২৭ থেকে ৬৩ শতাংশ শুল্ক




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানকে সমর্থনের জের। বেজিংকে জোর ধাক্কা দিল নয়াদিল্লি। চিনা পণ্যের উপরে পাঁচ বছরের জন্য আরোপ করা হল শুল্ক। চিন ও তাইওয়ান থেকে আমদানিকৃত প্লাস্টিক প্রক্রিয়াকরণ মেশিনের উপরে পাঁচ বছরের জন্য অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর ও সীমা শুল্ক বোর্ড। ২৭ থেকে ৬৩ শতাংশ কর চাপানো হয়েছে। ফলে চিন ও তাইওয়ান থেকে ওই যন্ত্রপাতি আমদানি কতে হলে বাড়তি টাকা গুনতে হবে আমদানিকারকদের।

প্লাস্টিক জাত পণ্যের ক্ষেত্রে গত কয়েক বছর ধরেই ভারতীয় বাজারে দাপট দেখিয়ে চলেছে চিনা ও তাইওয়ান থেকে আমদানি করা জিনিসপত্র। ফলে স্থানীয় ব্যবসায়ীদের মাথায় হাত বসেছে। দেশীয় বাজার থেকে চিন ও তাইওয়ানের প্লাস্টিক পণ্যের প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি সস্তা হওয়ায় উ‍ৎপাদকওরা ওই দুই দেশের দিকে ঝুঁকছিলেন। দেশীয় শিল্পোদ্যোগকে বাজিয়ে রাখতে চিনা ও তাইওয়ানের প্লাস্টিক  প্রক্রিয়াকরণ সংক্রান্ত যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বাড়তি শুল্ক চাপানোর সুপারিশ করেছিল ডিরেক্টর জেনারেল অফ ট্রেড রেমেডিস (ডিজিটিআর)। সেই সুপারিশ মেনে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর ও সীমা শুল্ক বোর্ড চিন ও তাইওয়ান থেকে আমদানিকৃত প্লাস্টিক প্রক্রিয়াকরন সংক্রান্ত যন্ত্রপাতির ক্ষেত্রে ২৭ থেকে ৬৩ শতাংশ অ্যান্টি ডাম্পিং কর আরোপ করেছে।

সিবিআইসির তরফে অবশ্য পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোটগাড়ির ক্ষেত্রে ব্যবহৃত মিকা পার্ল শ্রেণিভুক্ত পণ্যের ক্ষেত্রে এই সল্ক কার্যকর হবে না। এই প্রথম নয়, এর আগে ২০২৩ সালে চিন থেকে আমদানিকৃত পিয়ারলেসেন্ট পিগমেন্টের উপরেও অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপানো হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পণের জন্য নরক হয়েছে জীবন, দেহে খুনিদের নাম লিখে আত্মহত্যা গৃহবধূর

নজিরবিহীন! ১২ বছরের নাবালকের কথা শুনে নিজের ভুল স্বীকার করে রায় বদলাল সুপ্রিম কোর্ট

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

নাতিকে নিয়ে বেপাত্তা রুশ পুত্রবধূ, লুকআউট নোটিস জারির নির্দেশ শীর্ষ আদালতের

নতুন ঘর বাঁধার স্বপ্ন! স্বামীকে ফাঁসাতে মেয়েকে খুন করল মা, দেহের সামনে ৩৬ ঘণ্টা ধরে চলল উল্লাস

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ