এই মুহূর্তে

বিয়েতে ডিজে, মদের আসর না বসালে মিলবে নগদ ২১,০০০ টাকা, কোথায় রয়েছে এমন নিয়ম?

নিজস্ব প্রতিনিধি: এ কি কাণ্ড! ডিজে, অ্যালকোহল ছাড়া বিয়ে করলে সরকারের কাছ থেকে মিলবে ২১,০০০ টাকা! খোদ গ্রামের পঞ্চায়েত প্রধান দিলেন এমন শর্ত! যেকোনও জায়গাতেই বিয়ের উৎসব মানেই প্রচুর আনন্দ। নাচ-গান হল্লা, আত্মীয়ের সঙ্গে দেখা, জমিয়ে খাওয়া-দাওয়া, মদপান হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কোনটাই অতিরিক্ত ভাল নয়। তখনই প্রশাসনিক ঝামেলা মাথায় চড়ে বসে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে অদ্ভূত অদ্ভূত কারণেই বেশি ব্যয় হয়। তাই খরচাপাতি এবং মদ পানের ব্যবহার রুখতে এবার এক গ্রামপ্রধান গ্রামবাসীদের জন্যে দারুণ উপহারের ঘোষণা করলেন।

মঙ্গলবার (৭ জানুয়ারী) পঞ্জাবের বাতিন্দা জেলার বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কৌর এমন ঘোষণা করেছেন। তিনি গ্রামের সকল পরিবারের জন্যে ঘোষণা করেছেন যে, যারা বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশন করবেন না, এবং বিয়েতে ডিজে বাজবেন না, তাঁরা সরকারের কাছ থেকে ২১,০০০ টাকা পাবেন। সঙ্গে তিনি এই সিদ্ধান্তের পেছনে কারণও জানিয়ে দিয়েছেন। আসলে বিয়ের অনুষ্ঠানে গ্রামবাসীরা অযথা খরচ করে থাকেন। প্রচুর অ্যালকোহলের অপব্যবহার হয়। যার ফলে অনেক ক্ষয়ক্ষতিও হয়। তাই অযথা খরচা রোখার জন্যে গ্রামবাসীদের উৎসাহিত করতেই তিনি এমনটা সিদ্ধান্ত নিয়েছেন।

পাশাপাশি তিনি জানিয়েছেন, সাধারণত দেখা যায় যে গ্রামের বিয়ের অনুষ্ঠানগূলিতে চরম মারপিট হয়। মদ পরিবেশন করা হয়। জোরে জোরে গান বাজানো হয়। আর উচ্চস্বরে গান বাজানোর কারণে শিক্ষার্থীদের পড়াশোনারও ক্ষতি হয়। যাতে এলাকায় খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। তাই মানুষকে বিয়ের অনুষ্ঠানে অপ্রয়োজনীয় খরচ না করতে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই পঞ্চায়েত এই প্রস্তাব পাস করেছে, যার অধীনে বলা হয়েছে, এবার থেকে গ্রামের বিয়ের অনুষ্ঠানে যে পরিবার বিন্দুমাত্র মদ পরিবেশন করবেন না এবং বিবাহের অনুষ্ঠানে ডিজে বাজিয়ে এলাকায় সমস্যার সৃষ্টি করবেন না, তাঁদের গ্রাম পঞ্চায়েতের তরফে মিলবে ২১,০০০ টাকা নগদ। বল্লো গ্রামের জনসংখ্যা প্রায় পাঁচ হাজার। অমরজিৎ কৌর আরও বলেন, যুবসমাজ যাতে ক্রীড়া কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত হয় সেজন্য গ্রামে স্টেডিয়াম তৈরি করার জন্য পঞ্চায়েত সরকারের কাছে দাবি জানিয়েছে। গ্রামে একটি স্টেডিয়াম হলে বিভিন্ন খেলার আয়োজন করা হবে। তাতে গ্রামের সুনাম বাড়বে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধেয়ে আসছে বড় দুর্যোগ, একাধিক রাজ্যে ঝড়ো হাওয়া, তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি

অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হওয়ায় বাস কন্ডাক্টরের হাতে মার খেলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার নিচে খাদে গড়িয়ে পড়ল যাত্রিবাহী বাস, নিহত ৫

তরুণ নরেনের কণ্ঠে যে গান শুনে ভাবসমাধিস্থ হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ

স্মার্টফোনের আবদারই হল কাল, ছেলের আত্মহত্যার ২৪ ঘন্টার মধ্যেই আত্মঘাতী বাবা

‘পারলে কম কাজ করুন, …’, ৯০ ঘন্টা কাজ নিয়ে কটাক্ষ এইচসিএলের প্রাক্তন সিইও’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর