27ºc, Mist
Monday, 27th March, 2023 9:12 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত-ব্রিটেন সম্পর্কের এক নতুন অধ্যায় তৈরি হল।
ব্রিটেন পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে উদ্বোধন হল ইন্ডিয়া-ইউকে ফিউচার ফোরামের। ব্রিটেনের হয়ে সভায় প্রতিনিধিত্ব করেন সে দেশের বিদশমন্ত্রী জেমস ক্লেভারলি। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন সে দেশে নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
ব্রিটেনের বিদেশমন্ত্রী (কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়) জেমস ক্লেভারলি সে দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, ভারতে অর্থনীতির সবুজায়ন হয়েছে। এই ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যান্য দেশের কাছে পথিকৃতের ভূমিকা নিয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে ভারতকে শরিক দেশ হিসেবে পাওয়া ব্রিটেনের কাছে প্রাপ্তি। ব্রিটেন আগামীদিনে এই সম্পর্ককে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে বদ্ধপরিকর। ভারতে আয়োজিত জি-টুয়েন্টি বৈঠকের প্রসঙ্গ উত্থাপন করে ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, এটা অত্যন্ত খুশির খবর যে এবারের জি-টুয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ভারতে। ভারত এবং ব্রিটেন কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশ। দুটি দেশ কমনওয়েলথের বন্ধু। এই বন্ধুত্ব দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত ও স্থিতিশীল করবে, যা পরোক্ষভাবে প্রসারিত করবে বিনিয়োগের ক্ষেত্রকে।
ব্রিটেনে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ইতিহাস আমাদের পথ দেখায়। ইতিহাস আমাদের সকলের কাছে গাইড। সেই ইতিহাস বলছে, আমাদের কী আছে, কী নেই। আমরা কোথা থেকে এসেছি। কিন্তু কোনও বন্ধুত্ব শুধুমাত্র ইতিহাসের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বন্ধুত্ব নির্ভর করে অতীতের মানের ওপর, যা ভারত ও ব্রিটেন নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। অতীতে এই দুই দেশ বহু ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আগামীদিনেও করবে।