এই মুহূর্তে




‘আগামিকাল আমার উড়ান, কিন্তু এখন ভয় লাগছে’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আতঙ্কিত রাহুল




নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় উত্তাল গোটা দেশ। বেঁচে নেই কেউ, মারা গিয়েছেন ২৪২ জন যাত্রীই। যার মধ্যে ছিলেন, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, ১২ জন ক্রু সদস্য, ৫৯ জন বিদেশী যাত্রী, ১৩ জন শিশু যাত্রী-সহ ২৪২ জন। সিটবেল্ট বাধা অবস্থায় উদ্ধার করা হচ্ছে ঝলসে যাওয়া যাত্রীদের। জানা গিয়েছে, বৃহস্পতিবার সর্দার বল্লভাই প্যাটেল বিমানবন্দর থেকে প্রায় ২৪২ জন যাত্রীকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানটি। কিন্তু টেক অফের ১০ সেকেন্ডের মধ্যেই মেঘানিনগর এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ে বিমানটি। একটি নির্মাণাধীন মেডিকেল কলেজের বহুতল হোস্টেলের ছাদে ভেঙে পড়ে বিমানটি। যাতে স্থানীয় অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। ৭ জন চিকিৎসক মারা গিয়েছেন।

অন্যদিকে গুজরাত পুলিশ কমিশনার বিমানে থাকা ২৪২ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জানা যায়, বিমানের ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করে বিমানের পাইলট ATC তে বার্তা পাঠান। কিন্তু তাঁরা বিমানের সঙ্গে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি ৬২৫ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়েছে। সেটি দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করলেই ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনার পরেই বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনা শোনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। আগামী দিনে যাদের বিমানে ওঠার কথা তাঁরাও ভেঙে পড়েছেন। এক্ষেত্রে তারকারা বেশি ভয় পাচ্ছেন। কেননা তাঁদের যাতায়াতের মাধ্যম বিমানই। এক্ষেত্রে বাঙালি অভিনেতা রাহুল দেব বসু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আগামীকাল আমার ফ্লাইট। বিমানযাত্রার আগে এই ঘটনা শুনে আমি আতঙ্কিত। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রতি সমবেদনা জানাই।’

আজ দুপুর ১.৩৮ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সানি দেওল, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুরের মতো একাধিক সেলিব্রিটিরা। সলমান খান আহমেদাবাদে তাঁর একটি কনসার্ট বাতিল করেছেন। বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি লন্ডনে তাঁর মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। যেখানে কয়েকদিন আগেই তারা স্ত্রী গিয়েছেন। তাঁকে নিয়ে আগামী ১ জুলাই ফেরার কথা ছিল বিজয় রূপানির। কিন্তু মাত্র ৭ মিনিটেই সর্বনাশ হয়ে গেল রুপানি পরিবারে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গুজরাত পুলিশের ডিজি। তবে আপাততঃ বিমান দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে বিমানের ব্ল্যাক বাক্সের তল্লাশি করছে পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ