27ºc, Haze
Friday, 24th March, 2023 10:12 pm
নিজস্ব প্রতিনিধি: বাংলা ধারাবাহিকের বহু তারকারা আজকাল মুম্বই ইন্ডাস্ট্রিতেও রাজ করছে। যার মধ্যে রয়েছেন, সায়ন্তিকা ঘোষ, ক্রুশ আহুজা-সহ একাধিক তারকা। ছিলেন শ্বেতাও। হিন্দিতে তাঁদের ধারাবাহিক বেশ জনপ্রিয়তাও পেয়েছিল একসময়ে। এবার তাঁদের দেখানো পথে হাঁটলেন, অভিনেত্রী অদ্রিজা রায়। বাংলা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ অদ্রিজার। একাধিক টেলি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। তিনি টানটান ফিগার এবং মিষ্টি হাসি দিয়ে জয় করেছেন একাধিক ভক্তদের হৃদয়। কিছুদিন আগেই শেষ হল, তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘মৌ-এর বাড়ি’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অদ্রিজা। তবে শেষ হওয়ার পরে তাঁকে কোনও ধারাবাহিকে দেখা যায়নি।
যদিও স্টার জলসার বিক্রম বেতাল ধারাবাহিকে কিছুদিনের জন্যে দেখা মিলেছিল অভিনেত্রীর, কিন্তু সেই ধারাবাহিক বেশিদিন চলেনি। অতএব বলাই চলে, তিনি সাময়িক বিরতিতে ছিলেন। কিন্তু অনুরাগীদের ধারণা ভুল, বিরতি নয়, বরং নতুন ব্রেক খুঁজছিলেন তিনি, তা পেয়েও গেছেন। সোজা মুম্বইতে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। ছক ভাঙতে বরাবরই ভালোবাসেন তিনি। গুঞ্জন, দিন কয়েক ধরেই মুম্বইতে রয়েছেন তিনি। সৌজন্যে হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ। সেখানেও মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। নাম ‘দুর্গা অউর চারু’, এবার কালার্স টিভিতে দেখা যাবে অদ্রিজাকে। এযেন নতুন উড়ান নায়িকার। কিছুদিন আগেই ধারাবাহিকের প্রোমোর শ্যুট সেরেছেন অদ্রিজা। অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবারই প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, ছোটবেলার দুই বন্ধু। কোনো কারণে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
মনে হচ্ছে, অদ্রিজা নেগেটিভ ভূমিকায় অভিনয় করবেন। দুই বন্ধুর মধ্যে চারুর ভূমিকায় অদ্রিজা কিছুতেই হার মানতে নারাজ বন্ধুর কাছে। হয়তো কোনো শত্রুতা থেকেই এই সিদ্ধান্ত। তবে তাঁদের দুজনের নায়ক হবেন একজনই। সেই নিয়েও চলবে ত্রিকোণ প্রেমের কাহিনী। ওই প্রযোজনা সংস্থার কোনও এক বাংলা ধারাবাহিকে কাজ করার কথা ছিল অদ্রিজার। অবশেষে হিন্দি ধারাবাহিকে ‘চারু’-র চরিত্রের জন্য নির্বাচিত হন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চায় থাকেন ‘মৌ’ অদ্রিজা। বাস্তব জীবনে তিনি বেজায় গ্ল্যামারাস। একসময় ক্রুশল আহুজার সঙ্গে তাঁর প্রেমের চর্চা ছিল টেলিপাড়ার ওপেন সিক্রেট। কিন্তু প্রকাশ্যে প্রেমের কথা দুজনে কোনওদিন স্বীকার করেননি। মাঝে শোনা গিয়েছিল ব্রেক আপ হয়ে গিয়েছে দুজনের।