-273ºc,
Sunday, 4th June, 2023 10:16 am
নিজস্ব প্রতিনিধি: যখন ক্রীড়া এবং অভিনয় মিলে যাবে তখন তো ধামাকা হবেই হবে। হ্যাঁ, আজ সন্ধ্যায় হয়ে গেল আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে এবার চমকের শেষ ছিল না। বলিউড নয়, দক্ষিণী তারকারা এবার আইপিএল-এর মঞ্চ মাতালেন। আসলে গতবছর ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়া আর কোনও বিগ বাজেটের ছবিই তেমন বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি। এদিকে দক্ষিণী ছবিগুলি গোটা বিশ্বজুড়ে রাজত্ব করেছে। তেলুগু ছবি ‘আরআরআর’ এর হাত ধরে ভারতে অস্কার প্রবেশ করেছে। সুতরাং দক্ষিণী সিনেমার জয়জয়কার সর্বত্র।
এদিকে দক্ষিণী মহলের অভিনেত্রীরাও বলিউডে বেশ আসর জমিয়ে নিয়েছে। অভিনেত্রী তামান্না ভাটিয়া অনেক আগেই বলিউডে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন, অন্যদিকে রশ্মিকাও গতবছর থেকে বলিউডে তাঁর ছাপ ফেলতে শুরু করেছে। দিন কয়েক আগেই ঘোষিত হয়েছিল যে, এ বছরের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজ পারফরম্যান্স করবেন রশ্মিকা ও তামান্না। কথা অনুযায়ী, সন্ধ্যে থেকেই আইপিএল-এর আসর জমে উঠল।
শুরু হল অরিজিৎ সিংহের গান দিয়ে।আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হল এই সিজনের আইপিএলের প্রথম খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিংহ সুর ধরেছিলেন গুজরাতি গান দিয়ে। এরপর একের পর এক বলিউডের হিট গান গেয়ে আসর জমালেন তিনি। তবে ক্যাটরিনাদের পারফরম্যান্সের কথা থাকলেও অরিজিতের শেষ পারফরম্যান্সেই বলিউডের অস্তিত্ব শেষ হয়েছে। তার পর মঞ্চে এলেন তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা। তাঁর দু’জনেই একের পর এক হিট দক্ষিণী গানের সঙ্গে পারফর্ম করলেন। ‘সামি সামি’, ‘ও অন্তভা’, ‘টামটাম’, ‘নাটু নাটু’ সব গানের জমিয়ে পারফরম্যান্স দিলেন রশ্মিকা ও তামান্না রা। বিনোদন ও ক্রীড়ার জমজমাটি মিশেল দর্শকদের আরও উত্তেজিত করে দিল। বোঝাই যাচ্ছে, সারা দেশেই দক্ষিণী তারকাদের কদর বাড়ছে। এবং বলিউডের কদর কমছে, সেটিও বোঝা গেল আইপিএলের উদ্বোধনী মঞ্চে।