এই মুহূর্তে

‘অভিনয় জানেন না জন!’ বিস্ফোরক অভিযোগ ‘ধুম’ অভিনেত্রীর

নিজস্ব প্রতিনিধি: ২০০০ সালের জনপ্রিয় ছবি ধুম-এ জন আব্রাহামের সঙ্গে অভিনয় করা অভিনেত্রী রিমি সেন সম্প্রতি সহ-অভিনেতাকে নিয়ে এক খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। অভিনয় জগত থেকে সরে এসে বর্তমানে দুবাইয়ে সফল রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত রিমি মনে করেন, জন আব্রাহাম নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিলেন বলেই তিনি কেরিয়ারে এগিয়ে যেতে পেরেছেন।

বিল্ডক্যাপস রিয়েল এস্টেট এলএলসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি সেন বলেন, একজন মানুষ যদি নিজের শক্তির পাশাপাশি দুর্বলতাও বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে তাহলে সে অনেক দূর যেতে পারে। তাঁর মতে, জন আব্রাহাম তাঁর উৎকৃষ্ট উদাহরণ। রিমির কথায়, কেরিয়ারের শুরুর দিকে জন একজন মডেল ছিলেন এবং অভিনয়ে ততটা দক্ষ ছিলেন না। তবে কারও সমালোচনায় জন কান দিতেন না। নিজের সীমাবদ্ধতা বাজার রেখে জন চরিত্র বেছে নিতেন।

আরও পড়ুন: সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

রিমি জানান, জন মূলত এমন চরিত্রে অভিনয় করতেন যেখানে বেশি অভিনয়ের প্রয়োজন পড়ত না।বিশেষ করে অকশনধর্মী ছবিতে। এতে করে তাঁর ব্যক্তিত্ব ও শারীরিক গঠনের ওপর জোর পড়ত এবং দর্শকদের প্রশ্ন তোলার সুযোগ কম থাকতো।রিমির মতে, এই কৌশলই জনকে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে অভিজ্ঞতা বাড়লে স্বাভাবিকভাবেই অভিনয়ও উন্নত হয়। অভিনয়ে আত্মপ্রকাশের পর জিসম (২০০৩) ছবির মাধ্যমে জন আব্রাহাম ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শুধু অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক ও ব্যবসায়ী হিসেবেও তিনি সাফল্য পান। রিমি সেন জানান, তিনি ব্যক্তিগতভাবে জনকে চেনেন এবং তাঁর মতে জন অত্যন্ত বুদ্ধিমান ও দূরদর্শী একজন মানুষ।

একই সাক্ষাৎকারে রিমি দুবাইয়ে কাটানোর কিছু অভিজ্ঞতাও শেয়ার করেন।তিনি বলেন, দুবাইয়ে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে থাকেন।এখানকার প্রশাসন ব্যবস্থাও খুব স্বচ্ছ। এই কারণেই তিনি মুম্বইয়ের বদলে দুবাইকে নিজের নতুন কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। উল্লেখ্য, রিমি সেন হাঙ্গামা, ধুম, গোলমাল, ফিরে হের ফেরি, জনি গাদ্দার সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘এই সময় সারাজীবন মনে রাখব’, INS বিক্রান্ত পরিদর্শন, নৌসেনাদের ‘স্যালুট’ সানি দেওলের

সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

দুই পক্ষের স্ত্রীর মধ্যে জোর চর্চা, এমন পরিস্থিতিতে কেমন আছেন হিরণের মেয়ে নিয়াসা?

থালাপতি বিজয়ের দলের জন্য নির্বাচনী প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন, কোন চিহ্ন পেল টিভিকে?

১ মাস বয়সেই ছোটপর্দায় ডেবিউ ভারতী সিংহের ছোট ছেলে ‘কাজু’র, কোথায় দেখা যাবে?

‘ছেলে সিঙ্গেল’, তানিয়া শ্রফের সঙ্গে আহানের বিচ্ছেদে সিলমোহর সুনীল শেট্টির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ