এই মুহূর্তে

‘এই সময় সারাজীবন মনে রাখব’, INS বিক্রান্ত পরিদর্শন, নৌসেনাদের ‘স্যালুট’ সানি দেওলের

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র হাতে কয়েক ঘন্টা! ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘বর্ডার 2’। মূল ছবির ২৮ বছর পর মুক্তি পাচ্ছে সিক্যুয়েল। স্বাভাবিকভাবেই ছবি নিয়ে উন্মাদনা চরমে পৌঁছেছে ভক্তদের। ছবির গান, সংলাপ, ট্রেলার সবটাই ভক্তমহলে ব্যাপক সাড়া ফেলেছে। যদিও বরুণ ধাওয়ানের অভিনয় নিয়ে নেটমহলে চরম সমালোচনা হচ্ছে। কিন্তু অভিনেতা জানিয়েছেন, এই সমালোচনাই তাঁদের ছবিকে পপুলার বানাবে। যাই হোক, ছবির প্রচার জোরকদমে করছেন অভিনেতা-নির্মাতারা। কিন্তু অনন্য উপায়ে। যেহেতু ছবিটি দেশাত্মবোধক, দেশের প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে নির্মিত। তাই ছবির বেশিরভাগ প্রচার করা হয়েছে আর্মি, নৌবাহিনী, বায়ুসেনার দফতরে। সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি, দিলজিৎ দোসাঞ্জ-সহ ছবির মূল অভিনেতারা প্রতিরক্ষা দফতরে গিয়ে ‘বর্ডার 2’-এর প্রচার সেরেছেন। এবং তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন সেনাবাহিনীরা।

এদিকে ছবির প্রচারের অংশ হিসেবে আজ, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্ত পরিদর্শন করেছেন সানি দেওল। তিনি নিজেই বিষয়টি তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছেন। এই সফরের বেশ কয়েকটি ছবি জুড়ে দিয়েছেন। ছবিতে তাঁকে ‘বর্ডার ২’ টিমের সঙ্গে দেখা গিয়েছে। যার মধ্যে অনু মালিক, সোনু নিগম এবং ছবির প্রযোজকরাও ছিলেন। তিনি সেখান ভারতীয় নৌবাহিনীর সঙ্গে দেখা করেছেন, তাঁদের মনোবল বাড়ানোর পাশাপাশি তাঁদের সঙ্গে ছবি তুলেছেন। ছবিগুলির সঙ্গে সানি দেওল একটি আবেগঘন নোটও লিখেছেন। তিনি লিখেছেন, ‘কিছু জায়গা কেবল আপনাকে ঘিরে রাখে না, তাঁরা আপনাকে রূপান্তরিত করে। আইএনএস বিক্রান্ত আমাকে গর্ব, শক্তি এবং সাহসে ভরিয়ে তুলেছে। এই মুহূর্তটি আমি সর্বদা লালন করব, সারাজীবন মনে রাখব। আমাদের নৌবাহিনী, আমাদের সৈন্যদের এবং প্রতিদিন আমাদের মাতৃভূমিকে রক্ষাকারী চেতনাকে স্যালুট। জয় হিন্দ।’

 

 

View this post on Instagram

 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

জানিয়ে রাখি, আইএনএস বিক্রান্ত হল ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী। দেশের নৌশক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ২০২২ সালের ২ সেপ্টেম্বর ভারতীয় নৌবাহিনীতে আনা হয়। এটি কোচিন শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক আদিবাসী বিমানবাহী রণতরী প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। এটি ভারতের প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত (১৯৬১) এর নামানুসারে নামকরণ করা হয়েছে। এদিকে ‘বর্ডার ২’-এর কথা বলতে গেলে, এই ছবিতে ভারতীয় সৈন্যদের সাহসিকতা, কৌশল এবং ত্যাগের চিত্র তুলে ধরা হয়েছে। সানি দেওল একজন শক্তিশালী সেনা কর্মকর্তার ভূমিকায় ফিরছেন, অন্যদিকে বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জ তরুণ এবং সাহসী সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। আহান শেট্টিও সুনীল শেট্টির ছেলের ভূমিকায় ফিরে এসেছেন। ছবিটি ৩ ঘন্টা ১৯ মিনিটের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘অভিনয় জানেন না জন!’ বিস্ফোরক অভিযোগ ‘ধুম’ অভিনেত্রীর

সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

দুই পক্ষের স্ত্রীর মধ্যে জোর চর্চা, এমন পরিস্থিতিতে কেমন আছেন হিরণের মেয়ে নিয়াসা?

থালাপতি বিজয়ের দলের জন্য নির্বাচনী প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন, কোন চিহ্ন পেল টিভিকে?

১ মাস বয়সেই ছোটপর্দায় ডেবিউ ভারতী সিংহের ছোট ছেলে ‘কাজু’র, কোথায় দেখা যাবে?

‘ছেলে সিঙ্গেল’, তানিয়া শ্রফের সঙ্গে আহানের বিচ্ছেদে সিলমোহর সুনীল শেট্টির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ