এই মুহূর্তে




তুনিশার আকস্মিক মৃত্যু, মাথায় হাত ‘আলিবাবা’-র নির্মাতাদের, সিরিয়ালের ভবিষ্যত কী?




নিজস্ব প্রতিনিধি: শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মারা গিয়েছেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর মৃত্যু রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে গোটা বলিউডে। টি-ব্রেকে কো-স্টার শীজান খানের মেক-আপ রুমের বাথরুমেই আত্মহত্যা করেন অভিনেত্রী। ঝুলন্ত অবস্থায় অভিনেত্রীর দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই অভিনেত্রীকে মৃত্যু ঘোষণা করা হয়। কেন অকালেই চরম সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী, মাত্র ২০ বছর বয়স, এই বয়সেই কেরিয়ারে যথেষ্ট সফলতা অর্জন করে নিয়েছিলেন অভিনেত্রী। যদিও পুলিশের কাছে তুনিশার মা জানিয়েছেন, সহ অভিনেতা শীনাজের সঙ্গে প্রেম ছিল তুনিশার।

তিনিই আত্মহত্যার প্ররোচনা করেছেন অভিনেত্রীকে। এই অভিযোগের ভিত্তিতেই শীনাজকে গ্রেফতার করে চার দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বই আদালত। অন্যদিকে তুনিশার আরও এক সহ অভিনেতা জানান, শীনাজের সঙ্গে ১৫ দিন আগেই ব্রেকাপ হয়ে যায় তুনিশার, সেই কারণেই অভিনেত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। এবং কঠিন সিদ্ধান্ত নেন। যদিও পুলিশ এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে। অভিনেত্রীর প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, আত্মহত্যার কারণেই গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান অভিনেত্রী। সবকিছুর পরেও এখন একটাই চিন্তার সাব টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘আলিবাবা দাস্তান-ই-কবুল’-এর কী হবে?

তুনিশার জায়গায় নির্মাতারা কাকে বেছে নেবেন? ইতিমধ্যেই নির্মাতাদের মাথায় হাত? টিআরপির শীর্ষতম তালিকায় বিরাজ করত এই ধারাবাহিক। যেখানে তুনিশার অভিনয় বেশ প্রশংসিত ছিল, এবং দর্শকদের গ্রহণযোগ্য ছিল। গত ২২ অগস্ট থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে নায়ক-নায়িকা ছিলেন তুনিশা-শীজান। তাঁদের অনস্ক্রীন কেমিস্ট্রিও দুর্দান্ত ছিল। শেহজাদি মরিয়মের ভূমিকায় অভিনয় করেছেন তুনিশা। সুতরাং তুনিশার আকস্মিক মৃত্যু নির্মাতাদের মাথায় বাজ ফেলেছে। এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন, বঙ্গ অভিনেত্রী সায়ন্তনী ঘোষ, কার্তিক জযারাম, খুশবু রাজেন্দ্র-সহ প্রমুখ তারকারা। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ধারাবাহিক অল্প কিছুদিনের মধ্যে দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। সাব টিভিতে রাত ৮ টা থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে? এবার কী হবে? তুনিশার জায়গায় কোন অভিনেত্রী আসবেন, শীজানকেও কি পরিবর্তন করে দেওয়া হবে? নাকি ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে? যদিও এতগুলো প্রশ্নের সৃষ্টি হলেও নির্মাতাদের তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি। তবে নির্মাতাদের যে মাথায় হাত পড়েছে তা বলাই বাহুল্য!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় আধার কার্ড-সহ কলকাতায় গ্রেফতার বাংলাদেশি মডেল-অভিনেত্রী

প্রেম ফাঁস হয়ে গেল নাকি? সামান্থাকে নিয়ে ডিনার গিয়ে পাপারাজ্জিদের উপর চটলেন রাজ

১০০০ কোটি আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার প্রখ্যাত তামিল অভিনেতা

পিস্তল বের করে প্রকাশ্যে জিম প্রশিক্ষককে হুমকি, গ্রেফতার বিখ্যাত পঞ্জাবী গায়ক

TRP-তে বাজিমাত ‘রাণী ভবাণী’, ‘চিরসখা’-দের, শীর্ষাসন হারালেন নাকি ‘পরশুরাম’?

মুক্তির আগেই জোর ধাক্কা! ‘ধড়ক 2’-র ১৬ টি দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড, কবে রিলিজ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ