26ºc, Rain
Sunday, 14th August, 2022 12:40 pm
আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কা ছিল। সেই আশঙ্কা সত্যি হল।
আন্তর্জাতিকমহল নিশ্চিত ছিল, হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি(US House Speaker Nancy Pelosi) তাইওয়ান (Taiwan) থেকে চলে যাওয়ার পর চিন তার শক্তি প্রদর্শন করবে। সেই আশঙ্কা সত্যি প্রমাণ করে বৃহস্পতিবার সকাল থেকে তাইওয়ানের আকাশে চক্কর কাটতে শুরু করে চিনা সেনার যুদ্ধবিমান। শুরু হয়েছে সেনামহড়া (military exercises) সে দেশের সরকারি প্রচারমাধ্যম সদম্ভে ঘোষণা করেছে সেনা মহড়া কথা। জানিয়ে দিয়ছে, বৃহস্পতিবার দিনভর চলবে এই সেনামহড়া। পাশাপাশি বিশ্বকে তারা জানিয়ে দিয়েছে কোনও উড়ান তাইওয়ানের আকাশসামী (Space) যেন ব্যবহার না করে। আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হলেও তা মিলবে না। চিনের এই হুঁশিয়ারির প্রেক্ষিতে আমেরিকার (USA) কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি (এই খবর লেখা পর্যন্ত)
ন্যান্সি পেলোসির তাইওয়ান (Taiwan) সফরের কথা বেজিংয়ের (Bejing) কানে যেতেই চিন পই পই করে জানিয়ে দেয়, ফল ভালো হবে না। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে মার্কিন প্রতিনিধি সভার স্পিকারের (Speaker) এই সফরকে কেন্দ্র করে একটাই প্রশ্ন ঘুরতে শুরু করে- তাহলে কী এবারও তাইওয়ান (Taiwan) বিরুদ্ধে সেনা অভিযান শুরু করবে চিন? বেজিং সে পথে না হাঁটলেও তাইওয়ানের বিরুদ্ধে তারা কড়া পদক্ষেপ করেছে।বন্ধ করে দিয়েছে আমদানি-রফতানি। তাইওয়ানকে আপাতত হাতে না মেরে ভাতে মারার পথ বেছে নিয়েছেন শি জিংপিন। উল্লেখ করার মতো বিষয় হল ন্যান্সি পেলোসির উডা়ন তাইওয়ান ছেড়ে চলে যাওয়ার পরে পরেই বেজিংয়ের (Bejing) তরফ থেকে গোটা তাইওয়ান প্রণালীকেই বিপজ্জনক অঞ্চল বলে চিহ্নিত করা হয়েছে।