26ºc, Rain
Sunday, 14th August, 2022 11:55 am
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কা বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে চিনা জাহাজ (ship) । জাহাজের যাত্রীদের সংখ্যাগরিষ্ঠই গুপ্তচর (spy)।
সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, চিনা জাহাজটি আগামী ১১ অগাস্ট (August 11)দক্ষিণ শ্রীলঙ্কার হামবানতোতা (Hambantota Port) বন্দরে নোঙর করবে। চিনা জাহাজের শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার খবর পেয়েছে বিদেশ মন্ত্রক (Ministry of external affairs)। সূত্রের খবর, বিদেশ মন্ত্রক থেকে ইতোমধ্যে প্রতিবাদ (lodge protest) করা হয়েছে। যদিও সেই প্রতিবাদকে আমল দিতে নারাজ বেজিং।
মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, তারা পরিস্থিতির দিকে নজর রেখেছে। কী উদ্দেশ্যে চিন শ্রীলঙ্কার উদ্দেশ্যে গুপ্তচর (Spy ship) সমেত জাহাজ রওনা করিয়ে দিল, সে ব্য়াপারে বেজিং কোনও বিবৃতি জারি করেনি। ফলে, শঙ্কার মেঘ আরও ঘনীভূত হচ্ছে। উল্লেখ করা যেতে পারে, ন্যান্সি পেলোসি (Nancy pelosi) তাইওয়ান ছেড়ে চলে যাওয়ার পরে পরেই চিনের লাল ফৌজ বৃহস্পতিবার সকালে তাইওয়ান প্রণালীর (eastern Taiwan Strait)।পূর্বপ্রান্তে সেনা মহড়া শুরু করে। সেই খবরের রেশ মিটতে না মিটতে বিকেলে এল উদ্বেগজনক খবর।
অন্য়দিকে, নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কা নৌসেনার (Sri Lanka navy) এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি উদ্বেগের নয়। রাশিয়া, মালয়েশিয়া, জাপানের তরফ থেকে মাঝে-মধ্যে জাহাজ (ship) প্রবেশের অনুমতি চাওয়া হয়ে থাকে। অনুমতি দেওয়ায় হয়। তাই, এই নিয়ে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। যদিও ওই পদস্থ আধিকারিক জানাতে অস্বীকার করেন জাহাজের(ship) যাত্রী (passenger) কারা। বা জাহাজে কী রয়েছে। তবে ওই আধিকারিক বলেন, জাহাজ আণবিক নয়। তাই, প্রবেশের ব্যাপারে ছাড়পত্র দেওয়া হয়েছে।