27ºc, Haze
Friday, 24th March, 2023 9:29 pm
নিজস্ব প্রতিনিধি: পড়শি দেশ পাকিস্তানের (Pakistan) সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত (India)। পাকিস্তানে নিয়োজিত ভারতের ডেপুটি হাইকমিশনার সুরেশ কুমার (Suresh Kumar) শুক্রবার লাহোর (Lahore) চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) বক্তৃতার সময় এ কথা বলেন।
শুক্রবার লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বক্তৃতা রাখার সময় সুরেশ কুমার জানান, ভারত কখনই পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক বন্ধ করেনি এবং ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক করার দিকে অগ্রসর হতে চায়। তিনি বলেন, আজকের কূটনীতি পর্যটন, বাণিজ্য এবং প্রযুক্তির উপর জোর দেয় কারণ ‘টাকা তার নিজের ভাষায় কথা বলে’। ভারতের ডেপুটি হাইকমিশনার বলেন, ‘ভারত সবসময় পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চায় কারণ আমরা আমাদের ভূগোল পরিবর্তন করতে পারি না।’
ভারতীয় কূটনীতিবিদ আরও বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দিকে যেতে চাই। আমরাও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করিনি, কারণ পাকিস্তানই এটি করেছিল।’ তাঁর আরও সংযোজন, ‘এটা আরও ভালো হবে আমরা কীভাবে আমাদের সমস্যা এবং পরিস্থিতি পরিবর্তন করতে পারি তা দেখা।’ কোভিড -১৯ মহামারী চলাকালীন পাকিস্তানের ভারতীয় দূতাবাস সেদেশের মানুষকে ভিসা দেওয়া কমিয়ে দিয়েছিল। তবে বর্তমানে আবার পাকিস্তানিদের বেশি সংখ্যায় ভিসা দেওয়া হচ্ছে। এখন প্রতি বছর ৩০ হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। যা বিশাল সংখ্যার বলে জানান সুরেশ কুমার।