-273ºc,
Friday, 9th June, 2023 2:39 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সৌদি আরবের মক্কার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে আটজনই বাংলাদেশি নাগরিক। আজ মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস। নিহতদের মরদেহ দেশে ফেরানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে বলে দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন।
গতকাল সোমবার ওমরাহ পালন করতে মক্কা যাওয়ার পথে আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগকারী সড়কে দুর্ঘটনার কবলে পড়ে হজযাত্রী বোঝাই একটি বাস। ব্রেক কাজ না করায় যাত্রী বোঝাই বাসটি প্রথমে একটি সেতুতে গিয়ে ধাক্কা মারে। পরে উল্টে গিয়ে আগুন ধরে যায়। ২০ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর জখম হন ২৯ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
দুর্ঘটনার পরেই সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাসটিতে বিভিন্ন দেশের যাত্রীরা ছিলেন। যদিও নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। মঙ্গলবার বিকেলেই সৌদি কর্তৃপক্ষের তরফে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়, দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশের নাগরিক। যদিও মৃতদের পরিচয় এখনও প্রকাশ করেনি বাংলাদেশি দূতাবাস।