28ºc, Haze
Monday, 27th March, 2023 10:21 am
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে এক ধাক্কায় বাড়ল সব জ্বালানির দাম। লিটার প্রতি পেট্রোল এবং ডিজিলের দাম বৃদ্ধি করা হয়েছে ৩৫ টাকা (পাকিস্তানি মুদ্রায়)। এই দুই জ্বালানির পাশাপাশি মূল্যবৃদ্ধি করা হয়েছে কেরোসিনেরও। নতুন দাম আজ রবিবার থেকেই কার্যকর হবে। মূল্যবৃদ্ধির ফলে পাকিস্তানে আজ থেকে এক লিটার পেট্রোলের দাম প্রায় আড়াইশো টাকার কাছাকাছি। পেট্রোলের থেকে দামি এখন ডিজেল। এক লিটার পেট্রোলের দাম যেখানে প্রায় আড়াইশো টাকার কাছাকাছি, সেখানে এক লিটার ডিজেলের দাম বেড়ে হল প্রায় ২৬৩ টাকা (২৬২.৮০টা)। দাম বেড়েছে কেরোসিন এবং লাইট কেরোসিনেরও। কেরোসিন ও হাল্কা ডিজেলের দাম লিটার প্রতি ১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে।
পাক সরকারের অর্থমন্ত্রী ইশাক দর জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির ফলেই তারা সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১১টা করে। এই অবস্থায় পাকিস্তানের দাম বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। দাম আরও বাড়ত। সরকারের ওপর চাপও ছিল। কিন্তু সেই চাপকে উপেক্ষা করে সরকার সব জ্বালানির দাম সামান্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
যদিও এদিন সকালের খবর ছিল, সরকার পেট্রোল-সহ ডিজেল এবং অন্যান্য জ্বালানির দাম বাড়াতে চলেছে। পাকিস্তানজুড়ে সব সংবাদমাধ্যমেই খবর প্রকাশিত হয়। সরকার অবশ্য সেই খবর গুজব বলে উড়িয়ে দেয়। খবর যে গুজব নয়, সেটা প্রমাণিত হল।
আরও পড়ুন আফগান-তালিবানদের পাশে পাকিস্তান, বৈঠক বিদেশমন্ত্রী হিনা রব্বানির